
৪জি অতীত। এখন ৫জি-এর যুগ। অনেকেই হয়তো ভাবছেন ৫জি এখনও আপনার সাধ্যের বাইরে। আসলে কিন্তু একদমই নয়। বরং আপনার বাজেটের মধ্যেই রয়েছে দারুণ দারুণ সব ৫জি সম্পন্ন স্মার্টফোন।

এমনকি আপনার বাজেট যদি টানাটানি হয়, তবুও আপনি ভাল ৫জি স্মার্টফোন খুঁজে পেতে পারেন। Samsung, Poco, Motorola, iQOO এবং Redmi-র মতো ব্র্যান্ডগুলি এমন স্মার্টফোন বাজারে এনেছে যেগুলিতে রয়েছে দুর্দান্ত ফিচার। আছে শক্তিশালী ব্যাটারি এবং চমৎকার ক্যামেরা। তাও আবার মাত্র ১০,০০০ টাকার মধ্যে। রইল তেমনই পাঁচটি ৫জি স্মার্টফোনের হদিস।

১। Samsung Galaxy M06 5G - এই স্মার্টফোনে রয়েছে ৬.৭-ইঞ্চির PLS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ Hz। রয়েছে ৪ জিবি এবং ৬ জিবি RAM-এর অপশন, MediaTek Dimensity ৬৩০০ প্রসেসর। ফোনে আছে ৫০০০ mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। Amazon-এ এর দাম ৭,৯৯৯টাকা।

২। iQOO Z10 Lite 5G - এই স্মার্টফোনটির দাম Amazon-এ ৯,৯৯৮ টাকা। এটি Android 15 ভিত্তিক Funtouch OS 15-এ চলে। রয়েছে Dimensity ৬৩০০ ৫জি প্রসেসর, ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি ৬০০০ mAh ক্ষমতাসম্পন্ন এবং ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি। রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony AI ক্যামেরা, যা AI Erase, AI Photo Enhance এবং AI Document Mode-এর মতো উন্নত ফিচার সাপোর্ট করে।

৩। Vivo T4 Lite 5G - এই স্মার্টফোনটি Flipkart-এ বর্তমানে পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়। এতে রয়েছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, সঙ্গে রয়েছে ৬.৭৪-ইঞ্চির HD+ ডিসপ্লে। ৫০ MP + ২ MP ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৫ MP ফ্রন্ট ক্যামেরা। ৬০০০ mAh ব্যাটারি ও Dimensity ৬৩০০ প্রসেসর।

৪। Redmi A4 5G - Redmi A4 5G Flipkart-এ কিনতে পারবেন ৯,৪১৬ টাকায়। এতে রয়েছে বিশাল ৬.৮৮-ইঞ্চির ডিসপ্লে এবং ৪ জিবি RAM ও ১২৮ জিবি ROM। ফোনটিতে রয়েছে ৫০ MP রিয়ার ক্যামেরা এবং ৫১৬০ mAh ব্যাটারি। এটি Android Oxygen ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে রয়েছে একটি অক্টা কোর প্রসেসরও।

৫। Redmi 13C 5G - এই বাজেটের মধ্যে আরও একটি শক্তিশালী বিকল্প হল Redmi 13C 5G। এতে রয়েছে ৪ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ডিসপ্লে ৬.৭৪-ইঞ্চির, রিয়ার ক্যামেরা ৫০ MP এবং ফ্রন্ট ক্যামেরা ৫ MP। এটি চলে Mediatek Dimensity ৬১০০+ প্রসেসরে। Flipkart-এ এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা।