মাত্র 799 টাকায় কিনুন 2,499 টাকার ইয়ারবাড, রয়েছে টাচপ্যাডের সুবিধা
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Aug 27, 2023 | 11:53 AM
Affordable Earbuds: Enbuds 10 ইয়ারবাডের আসল দাম 2,499 টাকা, কিন্তু কোম্পানিটি মাত্র 799 টাকায় বিক্রি করছে। আপনি যে কোনও অনলাইন ই-কমার্স সাইট থেকে কিনে নিতে পারবেন।
1 / 8
সম্প্রতি দুবাই ভিত্তিক একটি ইলেকট্রনিক্স কোম্পানি এন্ডেফো (Endefo) ভারতে নতুন ইয়ারবাড লঞ্চ করেছে – Enbuds 10। আপনি যদি একটি নতুন ইয়ারবাড কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এই নতুন ইয়ারবাডটি কিনে ফেলতেই পারেন।
2 / 8
এই ইয়ারবাডটির ডিজাইন, সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি সম্পর্কে আপনাকে জানানো হবে। এছাড়াও এতে রয়েছে দুর্দান্ত সব ফিচার।
3 / 8
Endefo Enbuds 10 Earbuds-এর ডিজাইনে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। Endefo-এর ইয়ারবাডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর ডিজাইন এবং লুক। এগুলো দেখতে হুবহু অ্যাপলের ইয়ারপডের মতো।
4 / 8
দুবাই কোম্পানি ইয়ারবাডে ফিজিক্যাল বোতাম দেয়নি। আপনি যদি এই বাডগুলি নিয়ন্ত্রণ করতে চান তবে তার জন্য টাচপ্যাড দেওয়া হয়েছে। কীভাবে টাচপ্যাড ব্যবহার করবেন তা ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে।
5 / 8
Endefo-র দাবি, এই ইয়ারবাডগুলি 120 ঘন্টা স্ট্যান্ডবাই এবং 20 ঘন্টা টকটাইম ব্যাকআপ দেয়। এছাড়াও, এতে 100 শতাংশ ভলিউমে অর্থাৎ সবচেয়ে বেশি ভলিউমে 20 ঘন্টা গান শুনতে পারবেন।
6 / 8
এর চার্জিং কেসটিতে 300mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে ইউজার ম্যানুয়ালটিতে প্রতিটি বাডের ব্যাটারি 40 mAh হিসাবে লেখা আছে।
7 / 8
এই Endefo Enbuds 10-এর কেসটি প্রায় দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ইয়ারবাডগুলিও চার্জ হতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় নেয়।
8 / 8
Enbuds 10 ইয়ারবাডের আসল দাম 2,499 টাকা, কিন্তু কোম্পানিটি মাত্র 799 টাকায় বিক্রি করছে। আপনি যে কোনও অনলাইন ই-কমার্স সাইট থেকে কিনে নিতে পারবেন।