
সম্প্রতি দুবাই ভিত্তিক একটি ইলেকট্রনিক্স কোম্পানি এন্ডেফো (Endefo) ভারতে নতুন ইয়ারবাড লঞ্চ করেছে – Enbuds 10। আপনি যদি একটি নতুন ইয়ারবাড কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এই নতুন ইয়ারবাডটি কিনে ফেলতেই পারেন।

এই ইয়ারবাডটির ডিজাইন, সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি সম্পর্কে আপনাকে জানানো হবে। এছাড়াও এতে রয়েছে দুর্দান্ত সব ফিচার।

Endefo Enbuds 10 Earbuds-এর ডিজাইনে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। Endefo-এর ইয়ারবাডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর ডিজাইন এবং লুক। এগুলো দেখতে হুবহু অ্যাপলের ইয়ারপডের মতো।

দুবাই কোম্পানি ইয়ারবাডে ফিজিক্যাল বোতাম দেয়নি। আপনি যদি এই বাডগুলি নিয়ন্ত্রণ করতে চান তবে তার জন্য টাচপ্যাড দেওয়া হয়েছে। কীভাবে টাচপ্যাড ব্যবহার করবেন তা ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে।

Endefo-র দাবি, এই ইয়ারবাডগুলি 120 ঘন্টা স্ট্যান্ডবাই এবং 20 ঘন্টা টকটাইম ব্যাকআপ দেয়। এছাড়াও, এতে 100 শতাংশ ভলিউমে অর্থাৎ সবচেয়ে বেশি ভলিউমে 20 ঘন্টা গান শুনতে পারবেন।

এর চার্জিং কেসটিতে 300mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে ইউজার ম্যানুয়ালটিতে প্রতিটি বাডের ব্যাটারি 40 mAh হিসাবে লেখা আছে।

এই Endefo Enbuds 10-এর কেসটি প্রায় দুই ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ইয়ারবাডগুলিও চার্জ হতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় নেয়।

Enbuds 10 ইয়ারবাডের আসল দাম 2,499 টাকা, কিন্তু কোম্পানিটি মাত্র 799 টাকায় বিক্রি করছে। আপনি যে কোনও অনলাইন ই-কমার্স সাইট থেকে কিনে নিতে পারবেন।