Instagram-এ 100 জন ফলোয়ার্সই করবে কামাল, পাবেন ব্লু টিক
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Dec 16, 2023 | 7:15 AM
Instagram Blue Tick: কীভাবে আপনি Instagram-এ ব্লু টিক পাবেন? তবে এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা। জানা যাক ব্লু টিকের জন্য আপনাকে কী করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে কতজন ফলোয়ার থাকতে হবে?
1 / 8
চলতি বছরে আনা ইনস্টাগ্রামের একটি ফিচার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। তা হল ব্লুট টিক। অনেকেই এমন আছেন যারা নতুন নতুন Instagram অ্যাকাউন্ট খুলেছেন।
2 / 8
কিন্তু মনে প্রশ্ন আসছে কীভাবে আপনি Instagram-এ ব্লু টিক পাবেন? তবে এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা। জানা যাক ব্লু টিকের জন্য আপনাকে কী করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে কতজন ফলোয়ার থাকতে হবে?
3 / 8
এখন ইনস্টাগ্রামে ব্লু টিক পাওয়ার আগের মতো কোনও প্রক্রিয়া নেই। তার মানে এখন জনপ্রিয়তা অনুযায়ী ব্লু টিক পাওয়ার সিস্টেম শেষ হয়ে গিয়েছে। টাকা দিয়ে ব্লু টিক নিতে পারেন। এতে ফলোয়ার্সদের সঙ্গে আরও কোনও সম্পর্ক নেই।
4 / 8
তার মানে আপনার 50,000 ফলোয়ার্স থাকুক কিংবা 100, আপনি ব্লু টিক পেয়ে যাবেন। এবার এমনটা মনে হতেই পারে, যে আপনার তো 200-এর বেশি ফলোয়ার্স আছে। তাহলে কেন আপনার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক দেখায় না? কারণ এর জন্য আপনাকে এই কাজ করতে হবে।
5 / 8
ইনস্টাগ্রামে একটি ব্লু টিক পেতে, আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। এবার নীচের ডানদিকে 3 লাইনে ক্লিক করতে হবে এবং মেটা ভেরিফাইয়ে (Meta Verified) যেতে হবে।
6 / 8
এখানে আপনাকে 699 টাকা চার্জ দিতে হবে এবং আপনার সরকারী আইডি কার্ডের ছবি দিতে হবে। পেমেন্ট এবং সেটআপ সম্পূর্ণ করার পরে, আপনার অ্যাকাউন্টে একটি নীল টিক দেখতে পাবেন।
7 / 8
অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ইউজাররাই এই সাবস্ক্রিপশন নিতে পারেন। এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে 699 টাকা। তবে মাথায় রাখবেন যে, যতদিন আপনি টাকা দিতে থাকবেন, ততদিনই আপনার অ্যাকাউন্টের পাশে ব্লু টিক দেখাবে।
8 / 8
আর আপনি পেমেন্ট না করলে, আপনার প্রোফাইল থেকে আপনার নীল টিক মুছে ফেলা হবে। মেটা ভেরিফাইয়ে সাবস্ক্রাইব করলে আপনি শুধুই ব্লু টিক নয়, আরও অনেক সুবিধা পাবেন। এমনকি আপনার ফলোয়ার্সও খুব দ্রুত বাড়বে।