Sixth Sense: আপনার সিক্সথ সেন্স কি বেশ প্রখর? জেনে নিন অন্যদের থেকে কতটা এগিয়ে আপনি
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Dec 15, 2023 | 9:16 AM
Measure Sixth Sense:
ষষ্ঠ ইন্দ্রিয় কোথায় থাকে তা জানেন? প্যারাসাইকোলজি অনুযায়ী, মানুষের মাথার খুলির নিচে একটি ছোট ছিদ্র আছে, যাকে বলা হয় ব্রহ্মরান্ধ্র। সেখান থেকে সুষুম্না মেরুদণ্ড দিয়ে মুলধারায় চলে যায়।
1 / 8
সিক্সথ সেন্স, কথাটা চেনা লাগছে নিশ্চয়ই? কিন্তু কী এই সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়? উত্তর খোঁজার সঙ্গে সঙ্গে জেনে নিন আপনি এই দিক থেকে কতটা এগিয়ে।
2 / 8
সিক্সথ সেন্স আসলে কী? বিজ্ঞান অনুসারে, মানুষের পাঁচটি ইন্দ্রিয় আছে। যা স্বাদ, ঘ্রাণ, স্পর্শ ইত্যাদি অনুভব করে। এই পাঁচটি ইন্দ্রিয় হল- চোখ, নাক, জিহ্বা, কান এবং ত্বক।
3 / 8
তবে আরও একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যা দৃশ্যমান নয়। তবে অন্তর্দৃষ্টি থেকে বিচার করলে এর অস্তিত্ব অনুভূত হয়। এটি প্যারাসাইকোলজি হিসাবেও বিবেচিত হয়।
4 / 8
ষষ্ঠ ইন্দ্রিয় কোথায় থাকে তা জানেন? প্যারাসাইকোলজি অনুযায়ী, মানুষের মাথার খুলির নিচে একটি ছোট ছিদ্র আছে, যাকে বলা হয় ব্রহ্মরান্ধ্র। সেখান থেকে সুষুম্না মেরুদণ্ড দিয়ে মুলধারায় চলে যায়।
5 / 8
এটি শরীরের বাম দিকে এবং পিঙ্গলা নাড়িটি ডানদিকে অবস্থিত। সুষুম্না নাড়ি তারই মাঝখানে অবস্থিত। এই নাড়িটিকে সিক্সথ সেন্সের কেন্দ্র বলে মনে করা হয়।
6 / 8
বিজ্ঞানীদের মতে, সাধারণত ষষ্ঠ ইন্দ্রিয় সুপ্ত অবস্থায় থাকে, এটি বিভিন্ন কৌশলের মাধ্যমে জাগ্রত হয়। যার সিক্সথ সেন্স বেশি থাকে, সে ষষ্ঠ ইন্দ্রিয় কোনও কিছুর আগাম পূর্বাভাস দিতে পারে বলে মনে করা হয়।
7 / 8
ধরুন বাড়িতে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছেন, বালিশের উপর কোনও পোকা বা পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। আপনি প্রথমে না দেখেও ঠিক বুঝে যান কিছু একটা নড়ছে। এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে চলেছে প্রতিনিয়ত।
8 / 8
কখনও কি ভেবে দেখেছেন, এটা কোনও সিক্সথ সেন্স (sixth sense) নয়। এর পিছনেও রয়েছে এক বিজ্ঞান। যার মাধ্যমে চোখে না দেখেও আপনি কোনও জিনিসের গতিবিধি বুঝতে পারেন।