Foldable Smartphone: এই প্রথম এত সস্তায় ফোল্ডেবল স্মার্টফোন! তারপর আবার 10,000 টাকার ছাড়
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Dec 19, 2023 | 12:05 PM
Foldable Smartphone Offers: আজকাল ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা তুঙ্গে। মানুষ প্রিমিয়াম, ফ্ল্যাগশিপ ফোন কেনার প্ল্যান করলেই তালিকায় বিভিন্ন ফোল্ডেবল স্মার্টফোন রাখে। চলতি বছরে একের পর এক নতুন ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এসেছে।
1 / 8
আজকাল ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা তুঙ্গে। মানুষ প্রিমিয়াম, ফ্ল্যাগশিপ ফোন কেনার প্ল্যান করলেই তালিকায় বিভিন্ন ফোল্ডেবল স্মার্টফোন রাখে। চলতি বছরের জুলাইয়ে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে Motorola।
2 / 8
এই লাইনআপে দুটি মডেল রয়েছে Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra। ফোন লঞ্চের সময়, ভ্যানিলা ভ্যারিয়েন্টটি ভারতের সবচেয়ে সস্তা সাশ্রয়ী একটি স্মার্টফোন।
3 / 8
তবে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোন (Tecno Phantom V flip phone) লঞ্চের পর ফোনটি সবচেয়ে সস্তা স্মার্টফোনের খেতাব হারিয়েছে। তবে এবার এই ফোনে অনেক টাকা ছাড় পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
4 / 8
আপনি সস্তায় Motorola Razr 40 স্মার্টফোন কিনতে পারবেন। তার জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। কারণ দাম কমার পর Motorola Razr 40 স্মার্টফোনটি সবচেয়ে সস্তা স্মার্টফোনে পরিণত হয়েছে।
5 / 8
Motorola Razr 40 Ultra স্মার্টফোন হল সবচেয়ে সস্তা সাশ্রয়ী মূল্যের ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন, যার দাম কমানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফোনের দাম 10,000 টাকা কমানো হয়েছে।
6 / 8
Motorola Razr 40-তে কত ছাড় পাওয়া যাচ্ছে, আর বর্তমানে সেই ফোনের দাম কী হয়েছে। তার হিসেব দেখে নেওয়া যাক। ফোনটির লঞ্চ মূল্য – 59,999 টাকা। তাতে 10,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এবার ফোনটি 49,999 টাকায় কিনতে পারবেন।
7 / 8
Motorola Razr 40 Ultra-এর লঞ্চ মূল্য 89,999 টাকা। এতেও 10,000 টাকা ছাড় দেওয়া হয়েছে। তারপরে এই ফোনটি আপনি 79,999 টাকায় কিনতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে, এসব ছাড় কোথায় পাবেন?
8 / 8
Motorola ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ Moto Days Sale শুরু করেছে। এই সেল 18 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সেলে অতিরিক্ত 5000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। Motorola Razr 40 স্মার্টফোনটি 44,999 টাকায় কেনা যাবে। Motorola Razr 40 Ultra স্মার্টফোনটি 72,999 টাকায় কেনা যাবে।