ছেলে অনন্ত অম্বানীর বিয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে মহা ধূমধাম করে দিয়েছেন রিয়ালেন্স কর্তা মুকেশ অম্বানী।
সেই বিয়েতে বসেছিল চাঁদের হাট। গোটা বিশ্ব থেকে তারকারা হাজির ছিলেন অম্বানীদের বিয়েছে। বিয়ের খরচ নিয়েও চর্চা কম হয়নি।
কিন্তু এই বিয়ের আগেই জিও অপ্রত্যাশিতভাবে বাড়িয়েছিল প্রিপেড প্ল্যানের খরচ। যা নিয়ে দেশের জিও গ্রাহকদের মধ্যে অসন্তোষও ছড়িয়েছিল।
মহা সমারোহে ছেলের বিয়ে শেষ হতেই জিও গ্রাহকদের কিছুটা স্বস্তি দিলেন মুকেশ অম্বানী। সৌজন্যে রিলেয়েন্স জিও-র একটি প্ল্যানে পরিবর্তন।
৩৪৯ টাকার প্রিপেড প্ল্যানে পরিবর্তন এনেছে জিও। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি ছিল। প্রত্যেক দিন আনলিমিটেড কল এবং এসএমএস-এর সুবিধা ছিল। সেই সঙ্গে রোজ ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট দেওয়া হত।
সম্প্রতি জিও এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।
ভ্যালিডিটির সময়সীমা বাড়লেও ৩৪৯ টাকার প্ল্যানে বাকি সুবিধা একই রয়েছে। সেই সঙ্গে যে এলাকায় ৫জি পরিষেবা রয়েছে, এই রিচার্জে তাও পাবেন গ্রাহকরা।
সমস্ত প্ল্যান রিচার্জ খরচ যখন চরমে উঠেছে, সেই পরিস্থিতিতে এই রিচার্জে কিছু বাড়তি সুবিধা দিল জিও। যে সুবিধাই দিক দুর্মূল্যের বাজারে তাই বা কম কি!