সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন লঞ্চ করল OnePlus, সঙ্গে মিলবে ট্রিপল ক্যামেরা
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Feb 01, 2024 | 3:10 PM
OnePlus Nord N30 SE Price: OnePlus একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির নাম OnePlus Nord N30 SE, যা কোম্পানি বাজেট রেঞ্জে লঞ্চ করেছে। ফলে যদি কম দামে একটি OnePlus-এর ফোন কিনতে চান, তাহলে তালিকায় এটিকে রাখতেই পারেন।
1 / 8
OnePlus একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির নাম OnePlus Nord N30 SE, যা কোম্পানি বাজেট রেঞ্জে লঞ্চ করেছে। ফলে যদি কম দামে একটি OnePlus-এর ফোন কিনতে চান, তাহলে তালিকায় এটিকে রাখতেই পারেন।
2 / 8
OnePlus-এর এই ফোনটি OnePlus Nord N20 SE-এর আপগ্রেডেড সংস্করণ। OnePlus-এর এই নতুন ফোনের ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন। এই ফোনটিতে একটি 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে।
3 / 8
প্রসেসর ও সফ্টওয়্যারের কথা বললে, এই ফোনে প্রসেসরের জন্য MediaTek Dimensity 6020 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম অর্থাৎ অক্সিজেন ওএস-এ কাজ করে।
4 / 8
ক্যামেরার দিকেও বিশেষ নজর রেখেছে কোম্পানিটি। এই ফোনের পিছনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের সামনের অংশে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
5 / 8
এই ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 33W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এই ফোনে কানেক্টিভিটির জন্য কোম্পানি 5G, GPS, NFC, Bluetooth 5.3 এবং USB Type-C এর মতো অনেক ফিচার দিয়েছে।
6 / 8
OnePlus এই ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে পেশ করেছে, যা 4GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এই ফোনটি শুধুমাত্র UAE-তে লঞ্চ করা হয়েছে, যেখানে এর দাম 13,600 টাকা।
7 / 8
এই ফোনটি UAE-এর শপিং ওয়েবসাইট noon.com- এ বিক্রি করা হচ্ছে। তবে খুব শীঘ্রই ভারতে এই ফোন আসতে চলেছে। কোম্পানি এই নতুন স্মার্টফোন দুটি রঙে লঞ্চ করেছে, সাটিন ব্ল্যাক এবং সায়ান স্পার্কল।
8 / 8
কোম্পানি এই ফোনটিকে OnePlus-এর গ্লোবাল ওয়েবসাইটেও তালিকাভুক্ত করেছে, তবে বর্তমানে ভারতে এর লঞ্চের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। অনেক টিপস্টারের মতে, এই ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে উপস্থিত হবে।