Mobile Cleaning Tips: সামান্য ভুলেই বিগড়ে যাবে স্মার্টফোন, পরিষ্কারের সময় মাথায় রাখুন এসব জরুরি বিষয়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 11, 2023 | 2:20 PM

Smartphone Cleaning Tricks: বেশিরভাগ মানুষই মনে করেন, স্মার্টফোন পরিষ্কার করলে তা খারাপ হয়ে যেতে পারে। স্পিকারে জল ঢুকে যেতে পারে। কিন্তু আপনার সাধের ফোনটিতে কত পরিমাণে ব্যাকটেরিয়া এবং জীবাণু জমে রয়েছে, তার কোনও ধারণা আছে?

1 / 8
অনেকেই নিয়মিত স্মার্টফোন পরিষ্কার করতে চান না। নিয়মিত পরিষ্কার করলে স্মার্টফোন বা যে কোনও ডিভাইসকে নতুনের মতো রাখা যায়। স্পিকার থেকে শুরু করে চার্জিং পোর্ট সবেতেই ধুলো, ময়লা জমতে থাকে।

অনেকেই নিয়মিত স্মার্টফোন পরিষ্কার করতে চান না। নিয়মিত পরিষ্কার করলে স্মার্টফোন বা যে কোনও ডিভাইসকে নতুনের মতো রাখা যায়। স্পিকার থেকে শুরু করে চার্জিং পোর্ট সবেতেই ধুলো, ময়লা জমতে থাকে।

2 / 8
বেশিরভাগ মানুষই মনে করেন, স্মার্টফোন পরিষ্কার করলে তা খারাপ হয়ে যেতে পারে। স্পিকারে জল ঢুকে যেতে পারে। কিন্তু আপনার সাধের ফোনটিতে কত পরিমাণে ব্যাকটেরিয়া এবং জীবাণু জমে রয়েছে, তার কোনও ধারণা আছে?

বেশিরভাগ মানুষই মনে করেন, স্মার্টফোন পরিষ্কার করলে তা খারাপ হয়ে যেতে পারে। স্পিকারে জল ঢুকে যেতে পারে। কিন্তু আপনার সাধের ফোনটিতে কত পরিমাণে ব্যাকটেরিয়া এবং জীবাণু জমে রয়েছে, তার কোনও ধারণা আছে?

3 / 8
স্মার্টফোন পরিষ্কার করা একেবারেই কোনও ঝামেলার কাজ না। শুধু বিশেষ কিছু দিকে খেয়াল না রাখলেই আপনি বিপদে পড়বেন। তাই স্মার্টফোন পরিষ্কার করার আগে কিছু টিপস জেনে নিন।

স্মার্টফোন পরিষ্কার করা একেবারেই কোনও ঝামেলার কাজ না। শুধু বিশেষ কিছু দিকে খেয়াল না রাখলেই আপনি বিপদে পড়বেন। তাই স্মার্টফোন পরিষ্কার করার আগে কিছু টিপস জেনে নিন।

4 / 8
স্মার্টফোনের বাইরের অংশটি আলতো করে পরিষ্কার করতে নিন। তার জন্য একটি নরম কাপড় ব্যবহার করুন। যে কোনও ধুলো, আঙুলের ছাপ বা দাগ, ফোনের পিছনে এবং পাশের অংশ পরিষ্কার করুন।

স্মার্টফোনের বাইরের অংশটি আলতো করে পরিষ্কার করতে নিন। তার জন্য একটি নরম কাপড় ব্যবহার করুন। যে কোনও ধুলো, আঙুলের ছাপ বা দাগ, ফোনের পিছনে এবং পাশের অংশ পরিষ্কার করুন।

5 / 8
পরিষ্কার পোর্ট, স্পিকার এবং হেডফোন জ্যাকে সবচেয়ে বেশি পরিমাণে ধুলো, বালি জমে। ফলে সে সব পরিষ্কার রাখা খুবই দরকার। নাহলে দিনের পর দিন সেগুলির কার্যক্ষমতা করতে থাকে।

পরিষ্কার পোর্ট, স্পিকার এবং হেডফোন জ্যাকে সবচেয়ে বেশি পরিমাণে ধুলো, বালি জমে। ফলে সে সব পরিষ্কার রাখা খুবই দরকার। নাহলে দিনের পর দিন সেগুলির কার্যক্ষমতা করতে থাকে।

6 / 8
একটু তুলো নিয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্রবণে মিশিয়ে পরিষ্কার করে নিন। শুধু খেয়ালে রাখবেন, যাতে অত্যধিক তরল আপনার ফোনের পোর্ট, স্পিকার এবং হেডফোন জ্যাকে না ঢোকে।

একটু তুলো নিয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্রবণে মিশিয়ে পরিষ্কার করে নিন। শুধু খেয়ালে রাখবেন, যাতে অত্যধিক তরল আপনার ফোনের পোর্ট, স্পিকার এবং হেডফোন জ্যাকে না ঢোকে।

7 / 8
আপনার স্মার্টফোনের স্ক্রিনে দাগ এবং স্ক্র্যাচ এড়াতে, একটি স্ক্রিন প্রটেক্টর কিনে নিন। এতে ভুল করে যদি হাত থেকে ফোন পড়েও যায়, তাহলে স্ক্রিনটির কোনওভাবেই ক্ষতি হবে না।

আপনার স্মার্টফোনের স্ক্রিনে দাগ এবং স্ক্র্যাচ এড়াতে, একটি স্ক্রিন প্রটেক্টর কিনে নিন। এতে ভুল করে যদি হাত থেকে ফোন পড়েও যায়, তাহলে স্ক্রিনটির কোনওভাবেই ক্ষতি হবে না।

8 / 8
এছাড়াও মুছে ফেলার পর মাইক্রোফাইবার কাপড়ের শুকনো অংশ দিয়ে স্ক্রিনটি পরিষ্কার করে নিন। তার পর হাওয়ায় শুকোনোর জন্য রেখে দিন। তবে কোনওভাবেই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

এছাড়াও মুছে ফেলার পর মাইক্রোফাইবার কাপড়ের শুকনো অংশ দিয়ে স্ক্রিনটি পরিষ্কার করে নিন। তার পর হাওয়ায় শুকোনোর জন্য রেখে দিন। তবে কোনওভাবেই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

Next Photo Gallery