Sony WH-CH520: ভারতে ওয়্যারলেস হেডফোন লঞ্চ করল Sony, গান শুনুন টানা 50 ঘণ্টা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 12, 2023 | 1:45 PM

Sony WH-CH520 Price: কোথায় একা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও কিনে নিতে পারেন। আবার আপনি যদি গান শুনতে ভালবাসেন , তাহলে একটি দুর্দান্ত হাডফোন থাকলে ক্ষতি কী!

1 / 8
বিগত কয়েক বছরে ইয়ারবাড থেকে শুরু করে হেডফোন, সব কিছুরই চাহিদা বিপুল পরিমাণে বেড়েছে। একাকিত্বে সময় কাটানোর জন্য একটি ভাল হেডফোন থাকা খুব প্রয়োজন।

বিগত কয়েক বছরে ইয়ারবাড থেকে শুরু করে হেডফোন, সব কিছুরই চাহিদা বিপুল পরিমাণে বেড়েছে। একাকিত্বে সময় কাটানোর জন্য একটি ভাল হেডফোন থাকা খুব প্রয়োজন।

2 / 8
শুধু তাই নয়, কোথায় একা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও কিনে নিতে পারেন। আবার আপনি যদি গান শুনতে ভালবাসেন , তাহলে একটি দুর্দান্ত হাডফোন থাকলে ক্ষতি কী!

শুধু তাই নয়, কোথায় একা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও কিনে নিতে পারেন। আবার আপনি যদি গান শুনতে ভালবাসেন , তাহলে একটি দুর্দান্ত হাডফোন থাকলে ক্ষতি কী!

3 / 8
Sony India তার নতুন WH-CH520 হেডফোন লঞ্চ করেছে। এটি বিশেষভাবে সিনেমাটিক সাউন্ড-এর অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। Sony WH-CH520 ওয়্যারলেস হেডফোনে 60 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

Sony India তার নতুন WH-CH520 হেডফোন লঞ্চ করেছে। এটি বিশেষভাবে সিনেমাটিক সাউন্ড-এর অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। Sony WH-CH520 ওয়্যারলেস হেডফোনে 60 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

4 / 8
এছাড়াও এতে ঠিকভাবে কল করার জন্য বিশেষ ধরনের কিছু ফিচার দেওয়া হয়েছে। Sony WH-CH520 ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন (DSEE) ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কলে কথা বলতে কোনও রকম অসুবিধা হবে না বলে কোম্পানির দাবি।

এছাড়াও এতে ঠিকভাবে কল করার জন্য বিশেষ ধরনের কিছু ফিচার দেওয়া হয়েছে। Sony WH-CH520 ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন (DSEE) ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কলে কথা বলতে কোনও রকম অসুবিধা হবে না বলে কোম্পানির দাবি।

5 / 8
Sony WH-CH520-এর ব্যাটারি লাইফ দুর্দান্ত। noise cancellation-এ 35 ঘন্টা থেকে 50 ঘন্টা পর্যন্ত আপনি গান শুনতে পারবেন। এর সবথেকে ভাল ফিচার হল এই নতুন হেডফোনটি 3 মিনিট চার্জ করলেই 1 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দেবে।

Sony WH-CH520-এর ব্যাটারি লাইফ দুর্দান্ত। noise cancellation-এ 35 ঘন্টা থেকে 50 ঘন্টা পর্যন্ত আপনি গান শুনতে পারবেন। এর সবথেকে ভাল ফিচার হল এই নতুন হেডফোনটি 3 মিনিট চার্জ করলেই 1 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দেবে।

6 / 8
Sony WH-CH520-এ ডুয়াল কানেক্টিভিটিও পাওয়া যায়, তাই আপনি WH-CH520 ব্যবহার করতে পারেন। অর্থাৎ এটি একসঙ্গে দু'টি ডিভাইসে কানেক্ট করা যাবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনও দু'টি ডিভাইস কানেক্ট করে রাখতে পারবেন।

Sony WH-CH520-এ ডুয়াল কানেক্টিভিটিও পাওয়া যায়, তাই আপনি WH-CH520 ব্যবহার করতে পারেন। অর্থাৎ এটি একসঙ্গে দু'টি ডিভাইসে কানেক্ট করা যাবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনও দু'টি ডিভাইস কানেক্ট করে রাখতে পারবেন।

7 / 8
আপনি Headphones Connect অ্যাপের সঙ্গে একটি ইকুয়ালাইজারও পাবেন। এতে EQ কাস্টমাইজ করতে পারেন। অন-ইয়ার হেডফোনগুলিতে প্যাডিং, নরম ইয়ারপ্যাড এবং একটি হালকা ডিজ়াইন সহ বাজারে আনা হয়েছে এই ওয়্যারলেস হেডফোন। এটিতে 360 রিয়েলিটি অডিয়ো রয়েছে।

আপনি Headphones Connect অ্যাপের সঙ্গে একটি ইকুয়ালাইজারও পাবেন। এতে EQ কাস্টমাইজ করতে পারেন। অন-ইয়ার হেডফোনগুলিতে প্যাডিং, নরম ইয়ারপ্যাড এবং একটি হালকা ডিজ়াইন সহ বাজারে আনা হয়েছে এই ওয়্যারলেস হেডফোন। এটিতে 360 রিয়েলিটি অডিয়ো রয়েছে।

8 / 8
এবার আসল প্রশ্ন হল এটি কিনবেন কোথা থেকে? আপনি এই নতুন হেডফোনটি সোনির অফিসিয়াল সাইট, www.ShopatSC.com পোর্টাল, নেতৃস্থানীয় ইলেকট্রনিক স্টোর এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এর দাম রাখা হয়েছে 4,490 টাকা।

এবার আসল প্রশ্ন হল এটি কিনবেন কোথা থেকে? আপনি এই নতুন হেডফোনটি সোনির অফিসিয়াল সাইট, www.ShopatSC.com পোর্টাল, নেতৃস্থানীয় ইলেকট্রনিক স্টোর এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এর দাম রাখা হয়েছে 4,490 টাকা।

Next Photo Gallery