AC Clean at Home: নিজেই পরিষ্কার করুন এসি, বাঁচবে মেকানিকের খরচা, ঘর হবে ঠান্ডা
কিন্তু শীতকালে বেশ কিছু দিন ব্যবহার না হওয়ায় এসি-তে নোংরা জমেছে। তাই গ্রীষ্মকালে এসি ব্যবহারের আগে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এসি পরিষ্কার মানেই তো মেকানিককে ডাকতে হবে, এমনটা নয়।
1 / 8
শীত প্রায় শেষ। দিন কয়েক পরই গরমের দাপট শুরু হয়ে যাবে। প্রবল গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনারই ভরসা।
2 / 8
কিন্তু শীতকালে বেশ কিছু দিন ব্যবহার না হওয়ায় এসি-তে নোংরা জমেছে। তাই গ্রীষ্মকালে এসি ব্যবহারের আগে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
3 / 8
এসি পরিষ্কার মানেই তো মেকানিককে ডাকতে হবে, এমনটা নয়। আপনি নিজেই ঘরে বসে করে নিতে পারবেন এসি পরিষ্কার। কীভাবে তা করবেন তা জেনে যাবেই এই প্রতিবেদনে।
4 / 8
এসি পরিষ্কার করার শুরুতেই বাড়ির পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন। কারণ, এসির প্যানেলটি খুলতে হবে। এসির ফিল্টারটি বের করে নিন।
5 / 8
একটি টুথব্রাশ নিয়ে নিন এবং সমস্ত ময়লা বের করার জন্য ইভাপোরেটরটি আস্তে আস্তে পরিষ্কার করুন। ই কাজটি আপনাকে অত্যন্ত সন্তর্পণে করতে হবে। কারণ, ইভাপোরেটরের তীক্ষ্ণ পাখা আপনার হাতে আঘাত হানতে পারে।
6 / 8
টুথব্রাশ ব্যবহার করার সময় একটি পরিষ্কার কাপড় নিয়ে নিন এবং ধূলোবালি মুক্ত করুন। ফিল্টারগুলিকে পরিষ্কার করতে সেগুলিকে ট্যাপের নিচে রাখুন। জলের স্পিড ভাল থাকলে সেগুলি আপনা আপনিই ধুয়ে যাবে।
7 / 8
এবার ফিল্টারগুলিকে বেশ কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিন। শুকিয়ে গেলে সেগুলিকে এসির ইউনিটে লাগিয়ে দিন। এসি প্যানেলটি বন্ধ করে দিন।
8 / 8
আপনার এসি পরিষ্কার হয়ে গিয়েছে। এবার সেটিকে চালু করতে পারেন।