WhatsApp-এ রাতভর মনের মানুষের সঙ্গে চ্যাটিং, অনলাইন থাকলেও জানবে না কেউ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 20, 2023 | 7:45 AM

WhatsApp Online Status Feature: আপনি কি জানেন, চাইলেই আপনার হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবেন। এতে আপনার অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখলে, কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে না। অর্থাৎ আপনি অনলাইন থেকে অন্যকারও সঙ্গে কথা বললেও কেউ জানতে পারবে না। ফলে রাত জেগে আপনার যার সঙ্গে মন চায়, তার সঙ্গেই কথা বলুন।

WhatsApp-এ রাতভর মনের মানুষের সঙ্গে চ্যাটিং, অনলাইন থাকলেও জানবে না কেউ

Follow Us

Next Article