Bangla NewsPhoto gallery Tejaswin Shankar’s incredible journey from watching CWG 2022 opening ceremony on TV at home to winning Bronze medal in High Jump
Tejaswin Shankar: দল থেকে ছেঁটে ফেলেছিল ফেডারেশন, আইনি লড়াই জিতে কমনওয়েলথে ইতিহাস ২৩ বছরের তেজস্বিনের
High Jump, CWG 2022: ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট তেজস্বিন শঙ্কর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে হাই জাম্পে পদক জয়ী। ২.২২ মিটার সেরা লাফ দিয়ে ব্রোঞ্জ পদকে থামলেন। ইভেন্ট শুরু হওয়া থেকে প্রথম তিনের মধ্যে ছিলেন। শেষ মুহূর্তে একধাপ পিছলে গিয়ে তৃতীয় স্থানে শেষ করেন।