Tejaswin Shankar: দল থেকে ছেঁটে ফেলেছিল ফেডারেশন, আইনি লড়াই জিতে কমনওয়েলথে ইতিহাস ২৩ বছরের তেজস্বিনের

High Jump, CWG 2022: ২৩ বছরের ভারতীয় অ্যাথলিট তেজস্বিন শঙ্কর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে হাই জাম্পে পদক জয়ী। ২.২২ মিটার সেরা লাফ দিয়ে ব্রোঞ্জ পদকে থামলেন। ইভেন্ট শুরু হওয়া থেকে প্রথম তিনের মধ্যে ছিলেন। শেষ মুহূর্তে একধাপ পিছলে গিয়ে তৃতীয় স্থানে শেষ করেন।

| Edited By: তিথিমালা মাজী

Aug 04, 2022 | 3:13 PM

1 / 5
২৩ বছরের ভারতীয় অ্যাথলিট তেজস্বিন শঙ্কর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে হাই জাম্পে পদক জয়ী। ২.২২ মিটার সেরা লাফ দিয়ে ব্রোঞ্জ পদকে থামলেন। ইভেন্ট শুরু হওয়া থেকে প্রথম দুইয়ের মধ্যে ছিলেন। শেষ মুহূর্তে একধাপ পিছলে গিয়ে তৃতীয় স্থানে শেষ করেন।(ছবি:টুইটার)

২৩ বছরের ভারতীয় অ্যাথলিট তেজস্বিন শঙ্কর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে হাই জাম্পে পদক জয়ী। ২.২২ মিটার সেরা লাফ দিয়ে ব্রোঞ্জ পদকে থামলেন। ইভেন্ট শুরু হওয়া থেকে প্রথম দুইয়ের মধ্যে ছিলেন। শেষ মুহূর্তে একধাপ পিছলে গিয়ে তৃতীয় স্থানে শেষ করেন।(ছবি:টুইটার)

2 / 5
পদক জয় তো হলই। এরই সঙ্গে বুধবার মাঝরাতে কমনওয়েলথে ইতিহাস গড়ে ফেলেছেন তেজস্বিন। এর আগে হাই জাম্প ইভেন্টে ভারত কোনওদিন পদক পায়নি। ২৩-এর তেজস্বিনের হাতে কাটল খরা। (ছবি:টুইটার)

পদক জয় তো হলই। এরই সঙ্গে বুধবার মাঝরাতে কমনওয়েলথে ইতিহাস গড়ে ফেলেছেন তেজস্বিন। এর আগে হাই জাম্প ইভেন্টে ভারত কোনওদিন পদক পায়নি। ২৩-এর তেজস্বিনের হাতে কাটল খরা। (ছবি:টুইটার)

3 / 5
অথচ দিন কয়েক আগেও কমনওয়েলথ গেমসে তেজস্বিনের অংশ নেওয়া সংশয়ে ছিল। এই সেদিনও দিল্লির বাড়িতে বসে টিভিতে উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলেন। ভারতীয় অ্যাথলিটদের প্যারেডের সময় বুকটা হু হু করে উঠেছিল।(ছবি:টুইটার)

অথচ দিন কয়েক আগেও কমনওয়েলথ গেমসে তেজস্বিনের অংশ নেওয়া সংশয়ে ছিল। এই সেদিনও দিল্লির বাড়িতে বসে টিভিতে উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলেন। ভারতীয় অ্যাথলিটদের প্যারেডের সময় বুকটা হু হু করে উঠেছিল।(ছবি:টুইটার)

4 / 5
২.২৯ মিটারের জাম্প দিয়ে জাতীয় রেকর্ডধারী তেজস্বিনের কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া পাকা ছিল। কিন্তু চেন্নাইয়ে আন্তঃ রাজ্য মিটে অংশ নিতে না পারায় তাঁকে কমনওয়েলথের দল থেকে বাদ দেয় দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন।(ছবি:টুইটার)

২.২৯ মিটারের জাম্প দিয়ে জাতীয় রেকর্ডধারী তেজস্বিনের কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া পাকা ছিল। কিন্তু চেন্নাইয়ে আন্তঃ রাজ্য মিটে অংশ নিতে না পারায় তাঁকে কমনওয়েলথের দল থেকে বাদ দেয় দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন।(ছবি:টুইটার)

5 / 5
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান তেজস্বিন। কয়েকটি বিনিদ্র রাত কাটানোর পর দিল্লি হাইকোর্টের রায় শঙ্করের হিতে যায়। প্রতিযোগিতার মাত্র তিনদিন আগে বার্মিংহ্যামে পৌঁছান তিনি। লড়াই বৃথা যায়নি। রানির দেশ থেকে পদক নিয়েই ফিরছেন দেশের তারকা হাই জাম্পার।(ছবি:টুইটার)

সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান তেজস্বিন। কয়েকটি বিনিদ্র রাত কাটানোর পর দিল্লি হাইকোর্টের রায় শঙ্করের হিতে যায়। প্রতিযোগিতার মাত্র তিনদিন আগে বার্মিংহ্যামে পৌঁছান তিনি। লড়াই বৃথা যায়নি। রানির দেশ থেকে পদক নিয়েই ফিরছেন দেশের তারকা হাই জাম্পার।(ছবি:টুইটার)