
২৪ মিনিটে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টার মিলানকে সমতায় ফেরান রোমেলু লুকাকু।(সৌজন্যে-ইন্টার মিলান টুইটার)

বিরতির আগে জুয়ান কুয়াদ্রাদো ফের জুভেন্তাসকে এগিয়ে দেন।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৫৫ মিনিটে বেনতাঙ্কুর লাল কার্ড দেখেন। তার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠ থেকে তুলে নেন আন্দ্রে পিরলো। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৮৩ মিনিটে জর্জিও কিয়েলিনি আত্মঘাতী গোল করে সমতায় পৌঁছে দেন ইন্টার মিলানকে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভেন্তাসের হয়ে জয় নিশ্চিত করেন কুয়াদ্রাদো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

এই ম্যাচে জয়ের পর, টানা ২০ ম্যাচে ইন্টার মিলানের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল জুভেন্তাস।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)