বাইশ গজের গণ্ডি পার করে টেনিস কোর্ট ছাড়িয়ে এবার সংসার সমুদ্রে ভাসতে তৈরি অ্যাশলে বার্টি (Ash Barty)। অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস তারকা বিয়েটাও সেরে ফেললেন। বর, দীর্ঘদিনে পার্টনার গ্যারি কিসিক। (ছবি:ইনস্টাগ্রাম)
বিয়ের পোশাকে একটি কাঠের ব্রিজের উপর হাঁটছেন বার্টি-গ্যারি। বার্টির পরণে সাদা হল্টার নেক গাউন। চুল টাইট করে পিছনদিকে বাঁধা। স্যুটেড বুটে়ড গ্যারির হাতে ফুল। ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে ক্যাপশনে বার্টি লিখেছেন, "স্বামী এবং স্ত্রী"। (ছবি:ইনস্টাগ্রাম)
চমকে গিয়েছেন অনুরাগীরা। চলতি বছরের প্রথমদিকে যেমন দুম করে অবসর ঘোষণা করে চমকে দিয়েছিলেন অনুরাগীদের। তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী কেরিয়ারের মধ্যগগনের থাকাকালীন টেনিসকে বিদায় জানিয়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)
একসময় ক্রিকেটার ছিলেন। তারপর টেনিসের দুনিয়ায় প্রবেশ। বার্টি যেখানেই হাত দেন তাতেই সোনা ফলে। সম্প্রতি কচিকাঁচাদের জন্য বই লেখালেখিও করছেন। আর সংসার জীবন শুরু করবেন 'অলরাউন্ডার' অ্যাশলে বার্টি।(ছবি:ইনস্টাগ্রাম
গল্ফের প্রতিও আলাদা ভালোবাসা রয়েছে প্রাক্তন টেনিস তারকার। বছর সাতেক আগে ব্রুকওয়াটার গল্ফ ক্লাবে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। সেখানেই পরিচয় ট্রেনি প্রফেশনাল গ্যারি কিসিকের সঙ্গে। স্বামী-স্ত্রী এখন চুটিয়ে গল্ফ খেলেন।(ছবি:ইনস্টাগ্রাম)
ক্রিকেট, টেনিস তাঁকে পরিচিতি দিয়েছে। গল্ফ খুঁজে দিয়েছে ভালোবাসার মানুষ। এবছর উইম্বলডনের একটি ম্যাচও দেখেননি। কিন্তু দূরে যেতে চাইলেও খেলাধুলোর জগতের সঙ্গে যে আষ্টেপৃষ্টে বাঁধা বার্টি।(ছবি:ইনস্টাগ্রাম)