Tennis: মেদভেদেভের ঘরে এল ফুটফুটে রাজকন্যা, কন্যাসন্তানের জন্ম দিলেন টেনিস তারকা এলিনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 16, 2022 | 10:20 AM

একদিকে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের ঘর আলো করে এল ফুটফুটে রাজকন্যা। অন্যদিকে ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনাও মা হলেন। দুই টেনিস তারকাই একদিনে তাঁদের কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর জানিয়েছেন।

1 / 5
একদিকে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের (Daniil Medvedev) ঘর আলো করে এল ফুটফুটে রাজকন্যা। অন্যদিকে ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনাও (Elina Svitolina) মা হলেন। দুই টেনিস তারকাই একদিনে তাঁদের কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর জানিয়েছেন।

একদিকে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভের (Daniil Medvedev) ঘর আলো করে এল ফুটফুটে রাজকন্যা। অন্যদিকে ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনাও (Elina Svitolina) মা হলেন। দুই টেনিস তারকাই একদিনে তাঁদের কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর জানিয়েছেন।

2 / 5
১৪ অক্টোবর রুশ টেনিস স্টার দানিল মেদভেদেভ ও তাঁর স্ত্রী দারিয়ার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। এই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দানিল লিখেছেন, "এই বিশ্বে তোমাকে স্বাগত ছোট্ট মেয়ে।"

১৪ অক্টোবর রুশ টেনিস স্টার দানিল মেদভেদেভ ও তাঁর স্ত্রী দারিয়ার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। এই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দানিল লিখেছেন, "এই বিশ্বে তোমাকে স্বাগত ছোট্ট মেয়ে।"

3 / 5
ফরাসি টেনিস প্লেয়ার গায়েল মনফিলসের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয়েছে ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনার। এই জুটিকে টেনিসের পাওয়ার কাপল বলা হয়।

ফরাসি টেনিস প্লেয়ার গায়েল মনফিলসের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয়েছে ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনার। এই জুটিকে টেনিসের পাওয়ার কাপল বলা হয়।

4 / 5
ইউক্রেনীয় টেনিস তারকা এলিনা নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে লিখেছেন, "একটা অপূর্ব রাত। লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনারা স্বাগত জানান স্কাই মনফিলসকে। আমার পাশে প্রতিটা মুহূর্ত থাকার জন্য আমার স্বামীকে ধন্যবাদ জানাই।"

ইউক্রেনীয় টেনিস তারকা এলিনা নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে লিখেছেন, "একটা অপূর্ব রাত। লেডিস অ্যান্ড জেন্টলম্যান আপনারা স্বাগত জানান স্কাই মনফিলসকে। আমার পাশে প্রতিটা মুহূর্ত থাকার জন্য আমার স্বামীকে ধন্যবাদ জানাই।"

5 / 5
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে ক্রীড়াজগতেও ক্ষতির মুখে পড়েছেন সে দেশের খেলোয়াড়রা। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ক্রীড়া দুনিয়ায় প্রতিবার এবং ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেখা গিয়েছে একাধিক প্লেয়ারদের। যুদ্ধের কারণে এই দুই দেশের টেনিস প্লেয়াররা একাধিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে ক্রীড়াজগতেও ক্ষতির মুখে পড়েছেন সে দেশের খেলোয়াড়রা। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ক্রীড়া দুনিয়ায় প্রতিবার এবং ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেখা গিয়েছে একাধিক প্লেয়ারদের। যুদ্ধের কারণে এই দুই দেশের টেনিস প্লেয়াররা একাধিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।

Next Photo Gallery