Bangla NewsPhoto gallery Tennis star Petra Kvitova gets engaged to coach Jiri Vanek in ‘special place’ at Wimbledon
Petra Kvitova-Jiri Vanek: প্রিয় উইম্বলডনে কোচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন পেত্রা কিতোভা
সিনসিনাটি মাস্টার্সের রানার্স হওয়ার পর, চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা পৌঁছে যান উইম্বলডনে। না এখন সেখানে টুর্নামেন্ট চলছে না। আসলে, নিজের বিশেষ জায়গায় গিয়ে, নতুন জীবনের শুভ সূচনা করলেন পেত্রা। দু'বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা অল ইংল্যান্ড টেনিস ক্লাবে গিয়ে তাঁর কোচ জিরি ভানেকের সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন।