
মার্কিন টেনিস খেলোয়াড় টেলর ফ্রিৎজের সবচেয়ে বড় চিয়ারলিডার তাঁর বান্ধবী মরগ্যান রিডল। অস্ট্রেলিয়ান ওপেনের জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন টেলর ও রিডল। (ছবি:টুইটার)

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরু হতে এখনও সপ্তাহখানেক বাকি। প্রস্তুতির জন্য দিন পনেরো আগেই অস্ট্রেলিয়ায় ঘাঁটি গেড়েছেন টেলর ফ্রিৎজ। গ্র্যান্ড স্লামের প্রস্তুতির পাশাপাশি ইউনাইটেড কাপে তাঁর খেলার কথা ছিল। (ছবি:টুইটার)

ইতালিকে ৪-০ ইউনাইটেড কাপ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রিৎজ হারিয়ে দেন মাতেও বেরিত্তিনিকে। যাই হোক, বয়ফ্রেন্ড তো টেনিস নিয়ে বেজায় ব্যস্ত। মরগ্যান রিডল তাই সময় কাটানোর উপায় বের করেছেন নিজেই। (ছবি:টুইটার)

ব্যাগপত্র আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ছেন নিজেই। সিডনিতে একা একাই ঘুরে বেড়াচ্ছেন। কখনও সিডনির মনোরম কোস্টলাইনের ছবি পোস্ট করছেন। নিজেরও ক্লোজ শটের ছবি রয়েছে।(ছবি:টুইটার)

টেলর তো টেনিসে ব্যস্ত। তাহলে আপনার ছবিগুলি তুলে দিচ্ছে কে? সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্ন উড়ে এসেছে। ইনস্টা স্টোরিতে তার জবাব দিয়েছেন মরগ্যান রিডল। একা একাই ছবি, ভিডিয়ো তোলার সব সরঞ্জাম নিয়ে ঘুরছেন তিনি।(ছবি:টুইটার)

মরগ্যান রিডল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাই বিচের ধারে রিল্যাক্স করার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটের দিকেও মন দিচ্ছেন রিডল।(ছবি:টুইটার)