TV9 Bangla Digital | Edited By: megha
Mar 20, 2022 | 12:03 PM
সুন্দর ও উজ্জ্বল ত্বকের জন্য যেমন এক্সফোলিয়েট জরুরি, স্ক্যাল্পের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। স্ক্যাল্পের মৃত কোষ অপসারণ করার জন্য, চুলের ফলিকর মজবুত করতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে স্ক্যাল্প এক্সফোলিয়েট করা দরকার। এর জন্য আপনি চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়াতে পারেন। এছাড়াও বাজারে স্ক্যাল্প স্ক্রাবার পাওয়া যায়, যেগুলো ব্যবহার করতে পারেন।
সুন্দর ও মজবুত চুলের জন্য শ্যাম্পু করা দরকার। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। মাথার ময়লা দূর করতে এক দিন অন্তর শ্যাম্পু করুন। আপনার শ্যাম্পুতে দু ফোঁটা টি ট্রি অয়েল যোগ করতে পারেন। এতে স্ক্যাল্প যে কোনও ধরনের সংক্রমণ থেকে দূরে থাকবে।
কোরিয়ান হেয়ার কেয়ার রুটিনে ম্যাসেজ একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্যাম্পু করার সময় অনেকেই স্ক্যাল্পে ম্যাসেজ করেন। কিন্তু যদি ভাল ফলাফল চান তাহলে নিয়মিত স্ক্যাল্প ম্যাসেজ করুন। এতে মাথায় রক্ত সঞ্চালন উন্নত হয় এবং চুল পড়ার সমস্যা কমে যায়।
চুলকে হাইড্রেট রাখা জরুরি। এই স্টেপটা কোনওদিন বাদ দেবেন না। হাইড্রেশন করার সহজ পদ্ধতি হল শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা। এতে চুলের ফ্রিজিনেস দূর হয়ে যায়।
কে-বিউটি মাস্ক ছাড়া অসম্পূর্ণ। তাই হেয়ার মাস্কের ব্যবহার করা জরুরি। সুন্দর চুল পেতে সপ্তাহে অন্তত একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক আপনি বাজার থেকেও কিনতে পারেন কিংবা প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারেন।
বেশির ভাগ মানুষ সিরাম ব্যবহার করেন না চুলে। কিন্তু কোরিয়ার হেয়ার কেয়ার রুটিন যদি মেনে চলতেই হয় তাহলে এই স্টেপটা কখনই বাদ দেবেন না। চুল ধোয়ার পর সিরাম ব্যবহার করুন।