BCCI AGM: দীর্ঘ কয়েক বছর বাদে শহরে বোর্ডের বার্ষিক সাধারণ সভা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 04, 2021 | 6:48 PM

আজ, শনিবার কলকাতায় বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। দীর্ঘ কয়েক বছর বাদে শহরে বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল। যে বিষয়গুলি নিয়ে এই AGM- এ আলোচনা হল, সেগুলি হল-

1 / 4
 ম্যাচ অফিসিয়ালস আর সাপোর্ট স্টাফদের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হল। (ছবি সৌজন্য-বিসিসিআই)

ম্যাচ অফিসিয়ালস আর সাপোর্ট স্টাফদের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হল। (ছবি সৌজন্য-বিসিসিআই)

2 / 4
বোর্ডের সভায় বিহার, উত্তরাখণ্ড, পুদুচেরি, উত্তর - পূর্ব রাজ্যগুলির পরিকাঠামোতে বিশেষ নজর। (ছবি সৌজন্য-বিসিসিআই)

বোর্ডের সভায় বিহার, উত্তরাখণ্ড, পুদুচেরি, উত্তর - পূর্ব রাজ্যগুলির পরিকাঠামোতে বিশেষ নজর। (ছবি সৌজন্য-বিসিসিআই)

3 / 4
২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের অ্যাকাউন্টস পাস। (ছবি সৌজন্য-বিসিসিআই)

২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের অ্যাকাউন্টস পাস। (ছবি সৌজন্য-বিসিসিআই)

4 / 4
আইপিএল গভর্নিং কাউন্সিলে বহাল ব্রীজেশ প্যাটেল ও খইরুল জামাল মজুমদার। রইলেন প্রজ্ঞান ওঝাও। (ছবি সৌজন্য-বিসিসিআই)

আইপিএল গভর্নিং কাউন্সিলে বহাল ব্রীজেশ প্যাটেল ও খইরুল জামাল মজুমদার। রইলেন প্রজ্ঞান ওঝাও। (ছবি সৌজন্য-বিসিসিআই)

Next Photo Gallery