Bangla NewsPhoto gallery The Argentine National Team enjoyed their day off after getting into the final of the Qatar 2022 World Cup
Argentina’s Day Out: ফাইনাল নিশ্চিত, একদিন ছুটির মেজাজে মেসির আর্জেন্টিনা
সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্য়বধানে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। রবিবার ফাইনাল। চূড়ান্ত প্রস্তুতি শুরুর আগে একদিন নিজেদের মতো পরিবার, বান্ধবী, আত্মীয়দের সঙ্গে সময় কাটালেন আর্জেন্টিনার ফুটবলাররা। কেউ বা ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, অনেকে ইন্সটা স্টোরিতেও বিভিন্ন ছবি আপলোড করেছেন। নানা মুহূর্তে ফাইনালের আগে একটা দিন স্মরণীয় করে রাখলেন। তবে মেসিরা যখন ছুটি কাটাচ্ছেন, তখনও তাঁদের ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়নি।