Health Benefits of Banana Flower: মেদ ঝরবে হু হু করে! হাড়ের ক্ষয় থেকে ডায়াবেটিস, সব রোগের মোক্ষম ওষুধ এই গ্রামবাংলার ফল
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 19, 2022 | 8:37 AM
Health Benefits: মোচা আসলে কলার ফুল না ফল! এ নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। তবে মোচার খুব সাধারণ হলেও এর পুষ্টিকর দিকগুলি অনেকেরই অজানা। কলার ফুলকে ফলের মত কাঁচা অবস্থায় খাওয়া যায় না।
1 / 8
মোচার খুব সাধারণ হলেও এর পুষ্টিকর দিকগুলি অনেকেরই অজানা। কলার ফুলকে ফলের মত কাঁচা অবস্থায় খাওয়া যায় না ঠিকই কিন্তু ঠিক করে রান্না করলে এর স্বাদ হয় লা-জবাব!
2 / 8
তবে রান্না করা আগে বাইরের বেশ কয়েকটি স্তর থাকে, সেই স্তরের ভিতরের থাকে ভোজ্য অংশ। সেগুলি সমান সমান মাপের কুচিয়ে তারপর রান্না করা হয়।
3 / 8
কলার ফুলে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। তাই বাঙালির কাছে তো বটেই, অনেকেই এই ধরনের সবজি খেতে পছন্দ করেন। এটি একটি ফল হলেও সবজির মত রান্না করা হয়। ভাজা ও তরকারি হিসেবে সুস্বাদু রান্না করা হয়।
4 / 8
এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রোটিন , খনিজ। এছাড়া মোচায় কম চর্বি থাকায় ওজন নিয়ন্ত্রণের জন্য এই ফল অত্যন্ত কার্যকরী।
5 / 8
কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। মোচায় রয়েছে মুসা সেপিয়েন্টাম নামে একটি যৌগ যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। যদিও এই বিষয়ে এখনও প্রমাণ সাপেক্ষ। এখনও এই নিয়ে গবেষণা চলছে।
6 / 8
রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। কলার ফুলে রয়েছে কোয়ারসেটিন এবং ক্যাটেচিন যৌগ, যা এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এটি একটি এনজাইমকে ব্লক করতে সাহায্য করে। তাতে কার্বোহাইড্রেট শোষণ করতে সক্ষম হয়।
7 / 8
অন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে মানানসই এই ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাতে হজমশক্তির উন্নতি ঘটে। প্রিবায়োটিক হিসেবেও কাজ করে এটি। তার জেরে অন্ত্রের জীবাণুকে সুস্থ রাখতে সাহায্য করে।
8 / 8
হাড়ের ক্ষয় রোধেও মোচার অবদান রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। তাতে হাড়ের ক্ষয় রোধ করতেও সাহায্য করেষ জিঙ্কের মাত্রা বেশি থাকায় হাড়ের ক্ষয়বৃদ্ধি আটকানো সম্ভব হয়।