Bollywood Heroes Height: বলিউডের বেশির ভাগ নায়কদের উচ্চতা চোখে পড়ার মতো, কে কাকে টেক্কা দিচ্ছেন দেখা যাক
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jun 20, 2022 | 8:50 PM
Bollywood Heroes Height: বলিউডের নায়করা উচ্চতায় এ বলে অন্যকে আমায় দেখ। বেশির ভাগের উচ্চতা ৬ ফিটের উপর। এই তালিকায় প্রথম নাম বাবা-ছেলে অমিতাভ-অভিষেক বচ্চনের। দুজনেরই উচ্চতা ৬ ফিটের উপর।
1 / 15
উচ্চতা নিয়ে কথা হলে প্রথমেই যারঁ নাম মনে আসে, তিনি অমিতাভ বচ্চন। তাঁর উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি।
2 / 15
রকি ছবি দিয়ে ৮০ দশকের সিনেমা আসেন সঞ্জয় দত্ত। এখনও তিনি সুপার ফিট। নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করেন। তাঁর উচ্চতা ৬ ফিট ।
3 / 15
সঞ্জয়ের সমসায়মিক জ্যাকি শ্রফের উচ্চতাও ৬ ফিট। সঞ্জয়ের সঙ্গে আগেও স্ক্রিন ভাগ করেছিলেন। আবার করছেন বাপ ছবিতে।
4 / 15
বলিউডের অন্যতম ফিট অভিনেতা অক্ষয় কুমার। মার্শাল আর্টে তাঁর দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। নানা ধরনের চরিত্রেও তিনি নিজেকে এক্সপেরিমেন্ট করেন। তাঁর উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি।
5 / 15
ধাকড় অভিনেতা অর্জুন রামপালের হাইটও চোখে পড়ার মতো। ৬ ফিট ১ ইঞ্চি। মডেলিং দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার।
6 / 15
বলিউডের সবচেয়ে লম্বা অভিনেতার নাম অভিষেক বচ্চন। তাঁর উচ্চতা ৬ ফিট ৩ ইঞ্চি। সিনেমা থেকে তিনি দর্শকের মন বেশি জয় করেছেন ডিজিটাল মাধ্যমে।
7 / 15
বলিউডে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন জন আব্রাহাম। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও শুরু করেছেন তিনি। তাঁর উচ্চতা ৬ ফিট।
8 / 15
দেওল পরিবারের সবচেয়ে লম্বা অভিনেতা অভয় দেওল।৬ ফিট ১ ইঞ্চি উচ্চতা তাঁর। যেকোনও ধরনের চরিত্রে তিনি ফিট। কিন্তু বলিউড তাঁর সেভাবে ব্যবহার করতে পারেনি।
9 / 15
কাপুর পরিবারের ছেলে রণবীরের উচ্চতা ৬ ফিট। এই বছর তাঁর জীবন ঘটনাবহুল। বিয়ে করেছেন। পর পর দুটো ছবি মুক্তির অপেক্ষায়।
10 / 15
সোনু সুদের উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি। কোভিড পরিস্থিতির পর থেকে অভিনেতা পাশাপাশি তাঁর আর এক নাম হয়েছে বলিউডে। তিনি এখন ত্রাতা মধুসুদন।
11 / 15
আদিত্য রায় কাপুরের উচ্চতাও ৬ ফিট ২ ইঞ্চি। দাদা সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজক। তিনি অবশ্য় প্রযোজনায় না গিয়ে অভিনয়কেই বেছে নিয়েছেন কেরিয়ার হিসেবে।
12 / 15
গ্যালাক্সির দরজা চির দিনের মত বন্ধ হয়ে গিয়েছিল অর্জুন কাপুর ও তাঁর বাবার জন্য। কারণ মালাইকার সঙ্গে তাঁর সম্পর্ক। যার ফলে বলিউডেও ভাল কাজ পেতে সমস্যা দেখা যায়।
13 / 15
শেরশাহ ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রার উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি। এই ছবির নায়িকা কিয়ারাকে নিয়ে চলছে গুঞ্জন। তবে তাঁর লেডি কিলার লুকে মুগ্ধ মহিলা অনুরাগীরা।
14 / 15
উড়ি ছবির অভিনেতা ভিকি কৌশলের উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি। ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ে, হাতে একগুচ্ছ ছবি নিয়ে ব্যস্ত নায়ক তিনি।
15 / 15
কুণাল কাপুরের উচ্চতা ৬ ফিট ২ ইঞ্চি। প্রচুর প্রত্য়াশা নিয়ে শুরু করেছিলেন বলিউডে কেরিয়ার। কিন্তু কোথায় যেন থমকে গিয়েছেন তিনি।