India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকায় বার্বিকিউ নাইটে মজেছে ভারতীয় টিম, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 22, 2021 | 2:28 PM

নেলসন ম্যান্ডেলার দেশে বর্তমানে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে টিম ইন্ডিয়ার (Team India)। তবে তারই মাঝে কোচ দ্রাবিড়সহ একাধিক ভারতীয় ক্রিকেটারকে দেখা গেল প্রোটিয়াদের দেশে বার্বিকিউ (Barbeque) নাইট উপভোগ করতে। রাহুল দ্রাবিড়, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার পাশাপাশি বেশ কয়েকজন সাপোর্ট স্টাফকেও বার্বিকিউ নাইটের মজা নিতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন মায়াঙ্ক আগরওয়াল। দেখে নিন টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বার্বিকিউ নাইট উপভোগের কিছু ছবি...

1 / 4
মায়াঙ্কের ছবি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাঁরা বেশ ভালোই উপভোগ করেছেন বার্বিকিউ নাইট। (ছবি-মায়াঙ্ক আগরওয়াল টুইটার)

মায়াঙ্কের ছবি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাঁরা বেশ ভালোই উপভোগ করেছেন বার্বিকিউ নাইট। (ছবি-মায়াঙ্ক আগরওয়াল টুইটার)

2 / 4
জোরকদমে অনুশীলনের পাশাপাশি ক্রিকেটারদের ফুরফুরে রাখার জন্যই এই সবের আয়োজন করা হয়েছে। যা বুঝতে কোনও অসুবিধে হওয়ার কথা নয়। (ছবি-মায়াঙ্ক আগরওয়াল টুইটার)

জোরকদমে অনুশীলনের পাশাপাশি ক্রিকেটারদের ফুরফুরে রাখার জন্যই এই সবের আয়োজন করা হয়েছে। যা বুঝতে কোনও অসুবিধে হওয়ার কথা নয়। (ছবি-মায়াঙ্ক আগরওয়াল টুইটার)

3 / 4
সোশ্যাল মিডিয়ায় ভারতের সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা সদ্য এই ছবি পোস্ট করে লিখেছেন, "যখন বুধবারে রবিবারের মতো অনুভব হয়।" (ছবি-চেতেশ্বর পূজারা কু)

সোশ্যাল মিডিয়ায় ভারতের সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা সদ্য এই ছবি পোস্ট করে লিখেছেন, "যখন বুধবারে রবিবারের মতো অনুভব হয়।" (ছবি-চেতেশ্বর পূজারা কু)

4 / 4
অনুশীলনের সময় কোচ দ্রাবিড় প্রত্যেক ক্রিকেটারের ওপর বাড়তি নজর দিচ্ছেন। পাশাপাশি গোলটেবলে চলছে দ্রাবিড়ের পেপটকও। (ছবি-বিসিসিআই টুইটার)

অনুশীলনের সময় কোচ দ্রাবিড় প্রত্যেক ক্রিকেটারের ওপর বাড়তি নজর দিচ্ছেন। পাশাপাশি গোলটেবলে চলছে দ্রাবিড়ের পেপটকও। (ছবি-বিসিসিআই টুইটার)

Next Photo Gallery