অজয় থেকে বিদ্যা… কপিল শর্মার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন যে সব সেলেব

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 17, 2021 | 9:48 PM

ইন্ডাস্ট্রির নামধারীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে কপিলের জন্য। রানি মুখোপাধ্যায় তো রাগ করে চলেই গিয়েছিলেন। এক ঝলকে দেখে নেওয়া যাক তালিকায় আছেন কারা?

1 / 7
তিনি স্টারকিড নন, ইন্ডাস্ট্রিতে নিজগুণে পরিচয় বানিয়েছেন কপিল শর্মা। আজ তাঁকে সবাই চেনে। জনপ্রিয়তা যত বেড়েছে পাল্লা দিয়েছে বিতর্কও। বিভিন্ন সেলেবের সঙ্গেও হয়েছে মতের অমিল। বিদ্যা বালান থেকে অজয় দেবগণ-- ইন্ডাস্ট্রির নামধারীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে কপিলের জন্য। রানি মুখোপাধ্যায় তো রাগ করে চলেই গিয়েছিলেন। এক ঝলকে দেখে নেওয়া যাক তালিকায় আছেন কারা?

তিনি স্টারকিড নন, ইন্ডাস্ট্রিতে নিজগুণে পরিচয় বানিয়েছেন কপিল শর্মা। আজ তাঁকে সবাই চেনে। জনপ্রিয়তা যত বেড়েছে পাল্লা দিয়েছে বিতর্কও। বিভিন্ন সেলেবের সঙ্গেও হয়েছে মতের অমিল। বিদ্যা বালান থেকে অজয় দেবগণ-- ইন্ডাস্ট্রির নামধারীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে কপিলের জন্য। রানি মুখোপাধ্যায় তো রাগ করে চলেই গিয়েছিলেন। এক ঝলকে দেখে নেওয়া যাক তালিকায় আছেন কারা?

2 / 7
বিদ্যা বালান- বেগমজানের প্রোমোশনের জন্য কপিলের শো'তে এসেছিলেন বিদ্যা। কিন্তু কপিল দেরি করে আসেন সেটে। সূত্র বলছে বিদ্যাকে অপেক্ষা করতে হয় ছয় ঘণ্টা। রেগে যান বিদ্যা। যদিও তিনি চলে যাননি। শুট শেষ করেন অবশেষে।

বিদ্যা বালান- বেগমজানের প্রোমোশনের জন্য কপিলের শো'তে এসেছিলেন বিদ্যা। কিন্তু কপিল দেরি করে আসেন সেটে। সূত্র বলছে বিদ্যাকে অপেক্ষা করতে হয় ছয় ঘণ্টা। রেগে যান বিদ্যা। যদিও তিনি চলে যাননি। শুট শেষ করেন অবশেষে।

3 / 7
শাহিদ কাপুর ও কঙ্গনা রানাওয়াত- এই দুই সেলেবের সঙ্গেও একই কাজ করেছিলেন কপিল। দেরি করেছিলেন সেটে ঢুকতে। ঘটনাটি ঘটেছিল যখন শাহিদ-কঙ্গনা রঙ্গুন ছবির প্রচারে এসেছিলেন কপিলের শো'য়ে।

শাহিদ কাপুর ও কঙ্গনা রানাওয়াত- এই দুই সেলেবের সঙ্গেও একই কাজ করেছিলেন কপিল। দেরি করেছিলেন সেটে ঢুকতে। ঘটনাটি ঘটেছিল যখন শাহিদ-কঙ্গনা রঙ্গুন ছবির প্রচারে এসেছিলেন কপিলের শো'য়ে।

4 / 7
ওকে জানুর প্রচারের জন্য কপিলের শো'য়ে এসেছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এখানেও যে কে সেই। ওঁরা উপস্থিত হলেও দেখা মেলেনি কপিলের। পাঁচ ঘণ্টা পরে তিনি পৌঁছন।

ওকে জানুর প্রচারের জন্য কপিলের শো'য়ে এসেছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এখানেও যে কে সেই। ওঁরা উপস্থিত হলেও দেখা মেলেনি কপিলের। পাঁচ ঘণ্টা পরে তিনি পৌঁছন।

5 / 7
মুবারকের প্রচার করতে কপিলের শো'তে হাজির হয়েছিলেন অনীল কাপুর, অর্জুন কাপুর। কিন্তু কপিল শারীরিক অসুস্থতার কথা বলে শেষ মুহূর্তে বাতিল করেন তাঁর আসা, যদিও পরে শুট হয় ওই এপিসোডের।

মুবারকের প্রচার করতে কপিলের শো'তে হাজির হয়েছিলেন অনীল কাপুর, অর্জুন কাপুর। কিন্তু কপিল শারীরিক অসুস্থতার কথা বলে শেষ মুহূর্তে বাতিল করেন তাঁর আসা, যদিও পরে শুট হয় ওই এপিসোডের।

6 / 7
হিচকির প্রচারের জন্য কপিলের শো'য়ে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। কপিল দেরি করেন। রানিও বাড়ি ফিরে যান রাগ করে।

হিচকির প্রচারের জন্য কপিলের শো'য়ে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। কপিল দেরি করেন। রানিও বাড়ি ফিরে যান রাগ করে।

7 / 7
অজয় দেবগণ একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাদশাহ'র প্রোমোশনে তাঁর সঙ্গে একই কাজ করেছিলেন কপিল শর্মা। তিনি এসে পৌঁছলেও দেখা মেলেনি কপিলের। অজয় জানিয়েছিলেন, কপিলের দেরি করার কী কারণ ছিল, তা তাঁকে জানানো হয়নি।

অজয় দেবগণ একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাদশাহ'র প্রোমোশনে তাঁর সঙ্গে একই কাজ করেছিলেন কপিল শর্মা। তিনি এসে পৌঁছলেও দেখা মেলেনি কপিলের। অজয় জানিয়েছিলেন, কপিলের দেরি করার কী কারণ ছিল, তা তাঁকে জানানো হয়নি।

Next Photo Gallery
ছবিতে দেখুন: কোন কোন সেলেব্রিটি নিউ নরম্যালেও বজায় রেখেছে নিজেদের স্টাইল-সেটমেন্ট?
Hair Colour: রঙ করা চুলের যত্ন নেবেন কীভাবে? জেনে নিন সহজ কিছু নিয়ম