The Rapist: অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’-এর জন্য সুখবর, শেয়ার করলেন অর্জুন
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Sep 17, 2021 | 11:10 PM
The Rapist: বুসান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল অপর্ণা পরিচালিত এই ছবি। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সব কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন।
1 / 7
পরিচালকের চেয়ারে যদি অপর্ণা সেন থাকেন, তা হলে যে কোনও অভিনেতার ক্ষেত্রের স্বস্তির বিষয়। ‘দ্য রেপিস্ট’-এর শুটিংয়ে ঠিক তেমন অভিজ্ঞতাই হয়েছিল অর্জুন রামপালের। সদ্য ছবি ঘিরে খুশির খবর শেয়ার করলেন তিনি।
2 / 7
সম্মানজনক বুসান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল অপর্ণা পরিচালিত এই ছবি। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সব কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন।
3 / 7
অর্জুন রামপাল এবং কঙ্কনা সেনশর্মাকে নিয়ে গল্প বুনেছেন পরিচালক। মুম্বই এবং দিল্লি মিলিয়ে চলেছে শুটিং। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
4 / 7
‘দ্য রেপিস্ট’-এর বিষয় ধর্ষণ। আমাদের দেশে একজন ধর্ষিতা অভিযোগ জানাতে ভয় পায় কেন? বিচারের দাবি জানাতে নিজেই লজ্জায় মুখ লুকোয় কেন? এইগুলো নিয়েই প্রশ্ন তুলেছেন অপর্ণা সেন।
5 / 7
অপর্ণা সেনের সঙ্গে কাজ করে খুব খুশি অর্জুন রামপাল। সোশ্যাল মিডিয়ায় অর্জুন লিখেছিলেন, “অপর্ণা সেনের মতো পরিচালকের সঙ্গে কাজ করে একটা তৃপ্তি পেয়েছি। সিনেমার প্রতি ওঁর প্যাশন, দৃষ্টিভঙ্গি আমাকে ঋদ্ধ করেছে।”
6 / 7
এই ছবিতে অর্জুনের বিপরীতে আছেন কঙ্কনা সেনশর্মা। ২০১৩ সালে বিনোদ মিত্র পরিচালিত ‘মেরিডিয়ান লাইনস’-এর পর আবার তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘দ্য রেপিস্ট’-এ।
7 / 7
‘দ্য রেপিস্ট’ পরিচালকের তৃতীয় হিন্দি ছবি। এর আগে কঙ্কনা-ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে ‘সারি রাত’ এবং শাবানা আজমি-লিলেট দুবেকে নিয়ে ‘সোনাটা’ বানিয়েছিলেন তিনি। ‘সোনাটা’ অবশ্য হিন্দি-ইংরেজির মিশেল। ‘সারি রাত’ এবং ‘সোনাটা’ দুটো ছবিই মূলত সম্পর্কের গল্প বলে।