Nestor Pitana: কড়া রেফারি নেস্টর পিটানার স্ত্রী ঝড় তুলছেন নেটদুনিয়ায়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 28, 2022 | 8:15 AM

নজরকাড়া রূপ। নিটোল শরীরে সুস্পষ্ট নিখুঁত ভাঁজ। ন্যুড ফটোশুটে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছেন মডেল রোমিনা। কে এই রোমিনা? যিনি ফুটবলে তুলছেন সৌন্দর্য্যের সুনামি? তাঁর পরিচয় রেফারি নেস্টর পিটানার স্ত্রী। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে রেফারি ছিলেন তিনি। শুধু তাই নয়, ফাইনালেও বাঁশি মুখে দেখা গিয়েছিল তাঁকে। তবে এ বার আলোচনার কেন্দ্র বিন্দুতে তার স্ত্রী রোমিনা ওর্তেগা। সুপার মডেলের একের পর এক চোখ ধাঁধানো ছবিতে মজেছেন সকলে।

1 / 5
নজরকাড়া রূপ। নিটোল শরীরে সুস্পষ্ট নিখুঁত ভাঁজ। ন্যুড ফটোশুটে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছেন মডেল রোমিনা। কে এই রোমিনা? যিনি ফুটবলে তুলছেন সৌন্দর্য্যের সুনামি? তাঁর পরিচয় রেফারি নেস্টর পিটানার (Nestor Pitana) স্ত্রী। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে রেফারি ছিলেন তিনি। শুধু তাই নয়, ফাইনালেও বাঁশি মুখে দেখা গিয়েছিল তাঁকে। তবে এ বার আলোচনার কেন্দ্র বিন্দুতে তাঁর স্ত্রী রোমিনা ওর্তেগা (Romina Ortega)। সুপার মডেলের একের পর এক চোখ ধাঁধানো ছবিতে মজেছেন সকলে।

নজরকাড়া রূপ। নিটোল শরীরে সুস্পষ্ট নিখুঁত ভাঁজ। ন্যুড ফটোশুটে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছেন মডেল রোমিনা। কে এই রোমিনা? যিনি ফুটবলে তুলছেন সৌন্দর্য্যের সুনামি? তাঁর পরিচয় রেফারি নেস্টর পিটানার (Nestor Pitana) স্ত্রী। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে রেফারি ছিলেন তিনি। শুধু তাই নয়, ফাইনালেও বাঁশি মুখে দেখা গিয়েছিল তাঁকে। তবে এ বার আলোচনার কেন্দ্র বিন্দুতে তাঁর স্ত্রী রোমিনা ওর্তেগা (Romina Ortega)। সুপার মডেলের একের পর এক চোখ ধাঁধানো ছবিতে মজেছেন সকলে।

2 / 5
এ বারের বিশ্বকাপে রেফারির দায়িত্বে নেই কড়া রেফারি বলে পরিচিত নেস্টর পিটানা। তবে তাঁর স্ত্রী রোমিনা চলতি বিশ্বকাপেও চলে এসেছেন আলোচনায়।

এ বারের বিশ্বকাপে রেফারির দায়িত্বে নেই কড়া রেফারি বলে পরিচিত নেস্টর পিটানা। তবে তাঁর স্ত্রী রোমিনা চলতি বিশ্বকাপেও চলে এসেছেন আলোচনায়।

3 / 5
সোশ্যাল মিডিয়ায় রোমিনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। তার শেয়ার করা ছবিতে মুহুর্তের মধ্যে দেখা যায় কমেন্টের বন্যা। শুধু তাই নয়, অনলি ফ্যানস নামে একটি সাইটে নিয়মিত অ্যাডাল্ট কন্টেন্টও শেয়ার করেন তিনি। অনুরাগীদের কথায় তিনি যেন, "স্বর্গীয় সৌন্দর্য"।

সোশ্যাল মিডিয়ায় রোমিনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। তার শেয়ার করা ছবিতে মুহুর্তের মধ্যে দেখা যায় কমেন্টের বন্যা। শুধু তাই নয়, অনলি ফ্যানস নামে একটি সাইটে নিয়মিত অ্যাডাল্ট কন্টেন্টও শেয়ার করেন তিনি। অনুরাগীদের কথায় তিনি যেন, "স্বর্গীয় সৌন্দর্য"।

4 / 5
প্রসঙ্গত, দুই সন্তানের মা রোমিনা। কিন্তু তাঁকে দেখে তা বোঝার জো নেই। তবে তন্বী থাকার রহস্য কী? পেছনে রয়েছে তাঁর নিয়মিত ফিটনেস রুটিন। ফিটনেস আউটফিটেও মাঝে মধ্যেই ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেন তিনি।

প্রসঙ্গত, দুই সন্তানের মা রোমিনা। কিন্তু তাঁকে দেখে তা বোঝার জো নেই। তবে তন্বী থাকার রহস্য কী? পেছনে রয়েছে তাঁর নিয়মিত ফিটনেস রুটিন। ফিটনেস আউটফিটেও মাঝে মধ্যেই ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেন তিনি।

5 / 5
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে রেফারির জন্য নির্বাচিত হওয়ার পর, পিটানা সঙ্গে রোমিনার সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। একদিকে ফুটবলারদের কড়া হাতে মাঠে সামলান পিটানা। আর অন্যদিকে রোমিনা তোলেন সেই ফুটবলারদের মনে ঝড়। ফলে মিয়া-বিবির কিস্সা এখন খবরের হটকেক।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে রেফারির জন্য নির্বাচিত হওয়ার পর, পিটানা সঙ্গে রোমিনার সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। একদিকে ফুটবলারদের কড়া হাতে মাঠে সামলান পিটানা। আর অন্যদিকে রোমিনা তোলেন সেই ফুটবলারদের মনে ঝড়। ফলে মিয়া-বিবির কিস্সা এখন খবরের হটকেক।

Next Photo Gallery