Timber smuggling: জ্বালানির জন্য শাল কাঠ বিক্রি চড়া দামে,খবর পেতেই তৎপর বনদফতর! রইল ছবি

Nov 20, 2021 | 9:27 AM

Jalpaiguri: উদ্ধার করা হলো মূল্যবান জ্বালানী কাঠ সহ ছয়টি সাইকেল।

1 / 5
কাঠ পাচারের খবর সম্প্রচার হতেই করা ভূমিকায় বনদফতর। এবার জ্বালানি কাঠ হিসাবে বাজারে আসারে শাল কাঠের পাচার আটকাতে অভিযান চালালো মরাঘাট রেঞ্জ।

কাঠ পাচারের খবর সম্প্রচার হতেই করা ভূমিকায় বনদফতর। এবার জ্বালানি কাঠ হিসাবে বাজারে আসারে শাল কাঠের পাচার আটকাতে অভিযান চালালো মরাঘাট রেঞ্জ।

2 / 5
সাতসকালেই মরাঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযান। উদ্ধার করা হলো মূল্যবান জ্বালানী কাঠ সহ ছয়টি সাইকেল। শনিবার সকালবেলা মরাঘাট রেঞ্জের বনকর্মীরা চোরাই কাঠ উদ্ধার করতে অভিযানে নামে।

সাতসকালেই মরাঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযান। উদ্ধার করা হলো মূল্যবান জ্বালানী কাঠ সহ ছয়টি সাইকেল। শনিবার সকালবেলা মরাঘাট রেঞ্জের বনকর্মীরা চোরাই কাঠ উদ্ধার করতে অভিযানে নামে।

3 / 5
এরপর ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়ক থেকে উদ্বার করা হয় জ্বালানি কাঠ সহ ছয়টি সাইকেল। বনদপ্তরের কাছে খবর ছিল যে খুট্টিমারি, গোসাইরহাট জঙ্গল সহ নাথুয়াহাট রেঞ্জের জঙ্গল থেকে মূল্যবান শাল গাছ দিনে এবং রাতের অন্ধকারে কেটে সেগুলোকে জ্বালানি কাঠ রূপে সাইকেলে করে ধূপগুড়ি শহরে নিয়ে এসে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

এরপর ধূপগুড়ি- নাথুয়া রাজ্য সড়ক থেকে উদ্বার করা হয় জ্বালানি কাঠ সহ ছয়টি সাইকেল। বনদপ্তরের কাছে খবর ছিল যে খুট্টিমারি, গোসাইরহাট জঙ্গল সহ নাথুয়াহাট রেঞ্জের জঙ্গল থেকে মূল্যবান শাল গাছ দিনে এবং রাতের অন্ধকারে কেটে সেগুলোকে জ্বালানি কাঠ রূপে সাইকেলে করে ধূপগুড়ি শহরে নিয়ে এসে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

4 / 5
 উল্লেখ্য এর আগেও এরকম খবরে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছিল । এরপর সেই জ্বালানি কাঠ পাচার আংশিক সময়ের জন্য বন্ধ হয়। আবার সেই জ্বালানি কাঠ পাচারের খবর পেতেই বনদফতরের কর্মীরা এদিন অভিযানে নামে।

উল্লেখ্য এর আগেও এরকম খবরে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছিল । এরপর সেই জ্বালানি কাঠ পাচার আংশিক সময়ের জন্য বন্ধ হয়। আবার সেই জ্বালানি কাঠ পাচারের খবর পেতেই বনদফতরের কর্মীরা এদিন অভিযানে নামে।

5 / 5
এবিষয়ে মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন,"শহরের বুকে জ্বালানি কাঠের চাহিদা রয়েছে। তবে মানুষকে সচেতন হবে । তারা যেন জঙ্গলের কাঠ ব্যবহার না করে। প্রয়োজনে মিল থেকে বৈধ জ্বালানি কাঠ ব্যবহার করতে পারে। আজকে এখনও পর্যন্ত জ্বালানি কাঠ সহ ছয়টি সাইকেল উদ্ধার করা হয়েছে। এখনো অভিযান চলছে।"

এবিষয়ে মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন,"শহরের বুকে জ্বালানি কাঠের চাহিদা রয়েছে। তবে মানুষকে সচেতন হবে । তারা যেন জঙ্গলের কাঠ ব্যবহার না করে। প্রয়োজনে মিল থেকে বৈধ জ্বালানি কাঠ ব্যবহার করতে পারে। আজকে এখনও পর্যন্ত জ্বালানি কাঠ সহ ছয়টি সাইকেল উদ্ধার করা হয়েছে। এখনো অভিযান চলছে।"

Next Photo Gallery