Bangla News Photo gallery The trailer of Hrithik Roshan, Saif Ali Khan starrer Vikram vedha, the much awaited film, has generated interest among the audience
Hrithik-Saif-Vikram Vedha: হৃত্বিক-সইফ অভিনীত ‘বিক্রম বেধা’ ছবির ট্রেলার দেখেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Sep 24, 2022 | 7:31 PM
Hrithik-Saif-Vikram Vedha: তালিম ছবির রিমেক বিক্রম বেধা। আর মাধবন-বিজয় সেতুপতির চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশন, সইফ আলি খান। তাঁদেরকে পর্দায় দেখতে মুখিয়ে ভক্তরা।
1 / 7
হৃতিক রোশন এবং সইফ আলি খান অভিনীত বিক্রম বেধা নিঃসন্দেহে বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। সিনেমাটি ৩০ সেপ্টেম্বর ২০২২-এ বড় পর্দায় মুক্তি পাবে। ছবির ট্রেলারটি সবার মনোযোগ কেড়েছে। বিক্রম বেধা হল নিখুঁত মশলা বিনোদনমুলক ছবি যার জন্য দর্শকরা অপেক্ষা করে আছেন। কেন মশলা মুভি বলা হচ্ছে দেখা যাক-
2 / 7
অনেক দিন ধরে একটি ভাল অ্যাকশন ফিল্মের অপেক্ষা রয়েছেন দর্শকরা। বিক্রম বেধা ছবির ট্রেলার দেখার পরে দর্শকদের আশা পূরণ হতে চলেছে বলেই সকলে মনে করছেন। এই ছবি অবশেষে সিনেমা হল মুখী করতে পারে দর্শকদের আশা বিশেষজ্ঞদেরও।
3 / 7
মাল্টিপ্লেক্সের যুগ্ সিনেমা হলে সিটি পড়া প্রায় বন্ধ। খুব কম ছবিই আছে যাতে সিটি পড়ে আজকাল। কোভিড পরিস্থিতির পর এমনিতেই সিনেমা হল্ দর্শক সংখ্যা কমেছে, সেখানে বিক্রম বেধা বড় পর্দায় মুক্তি পেলে সি়টি পড়তে পারে বলে অনেকের ধারণা।
4 / 7
ঋত্বিক রোশন মানেই ব্যাপক ডান্স পারফর্মেন্স। এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না। হৃতিকের নাচ দেখা সবসময়ই একটা বড় পাওনা। এই ছবিতে অ্যালকোহলিয়া গানে অভিনেতা নাচের স্টাইল আর অভিব্যক্তি একেবারে আলাদা। এটি এমন কিছু যা আগে হৃতিককে করতে দেখেননি কেউ।
5 / 7
হৃতিক রোশন এবং সইফ আলি খান ট্রেলারেই এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। সিনেমাপ্রেমী দর্শকরা দুই তারকার এই ছবি দেখতে আগ্রহী। এটি বিক্রম ভেধা অর্থাৎ হৃতিক বনাম সইফের লড়াইয়ের গল্প, যা অবশ্যই দর্শকদের আকর্ষণ করবে বলে ধরে নেওয়া হচ্ছে।
6 / 7
বিক্রম বেধার ট্রেলার দেখার পর বলা যেতে পারে ছবিটি বলিউডে হিরোইজম ফিরিয়ে আনতে চলেছে। যা নিয়ে বহুদিন ধরেই কথা হচ্ছে। হৃতিক এবং সইফকে বড় পর্দায় কিছু দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাবে সেই আশায় ভক্তরা সিনেমা হলে যাবেন।
7 / 7
যদিও এই বছরের অন্যান্য রিমেক সিনেমাগুলো বক্স অফিসে ভাল ফল করেনি, তবে বিক্রম বেধা-র ক্ষেত্রে বিষয়টি আলাদা। শুধু দুই শক্ত অভিনেতাই নন, একটি মশালাদার বিনোদনমুলক ছবিতে যা যা মশলা দেওয়া দরকার সব দিয়েছেন নির্মাতারা।