Oily skin care : শীত পড়তেই নাজেহাল হচ্ছেন ওয়েলি স্কিন নিয়ে? রইল ঘরোয়া টোটকা

Home Remedies For oily Skin: শীতে পাওয়া যায় প্রচুর কমলালেবু। কমলার রস, গাজরের রস আর মধু মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক

| Edited By: রেশমী প্রামাণিক

Dec 24, 2022 | 8:00 AM

1 / 6
তৈলাক্ত ত্বকে সারাবছরই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। শীত এলে সেই সব সমস্যা বাড়ে বই কমে না। ব্রণ, র‌্যাশ, জ্বালা ভাব লেগে থাকে। সেই সঙ্গে হারিয়ে যায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও। অথচ শীত মানেই উৎসবের মরশুম। রোজ পার্টি, নিমন্ত্রণ, বিয়েবাড়ি এই সব তো লেগেই রয়েছে।

তৈলাক্ত ত্বকে সারাবছরই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। শীত এলে সেই সব সমস্যা বাড়ে বই কমে না। ব্রণ, র‌্যাশ, জ্বালা ভাব লেগে থাকে। সেই সঙ্গে হারিয়ে যায় ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও। অথচ শীত মানেই উৎসবের মরশুম। রোজ পার্টি, নিমন্ত্রণ, বিয়েবাড়ি এই সব তো লেগেই রয়েছে।

2 / 6
সব সময় বাজার চলতি প্রসাধনী ব্যবহার করে কাজ হয় এমন নয়। বরং থেকে যায় নানা সমস্যা। একটানা কেমিক্যাল ব্যবহার ত্বকের জন্যেও একেবারে ভাল নয়। আর তাই ভরসা রাখুন এই সব প্রাকৃতিক উপাদানে।

সব সময় বাজার চলতি প্রসাধনী ব্যবহার করে কাজ হয় এমন নয়। বরং থেকে যায় নানা সমস্যা। একটানা কেমিক্যাল ব্যবহার ত্বকের জন্যেও একেবারে ভাল নয়। আর তাই ভরসা রাখুন এই সব প্রাকৃতিক উপাদানে।

3 / 6
শরীরের জন্য তো বটেই ত্বকের জন্য খুব ভাল কমলালেবু। আর তাই কমলালেবুর রস আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

শরীরের জন্য তো বটেই ত্বকের জন্য খুব ভাল কমলালেবু। আর তাই কমলালেবুর রস আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

4 / 6
কমলালেবুর সঙ্গে চন্দন মিশিয়ে বানিয়ে নিতে পারেন তৈলাক্ত ত্বকের উপযুক্ত ফেসপ্যাক। একটি পাত্রে ২  চামচ কমলালেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন চন্দনের গুঁড়ো আর নিমের গুঁড়ো। এ বার মিশ্রণটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।

কমলালেবুর সঙ্গে চন্দন মিশিয়ে বানিয়ে নিতে পারেন তৈলাক্ত ত্বকের উপযুক্ত ফেসপ্যাক। একটি পাত্রে ২ চামচ কমলালেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন চন্দনের গুঁড়ো আর নিমের গুঁড়ো। এ বার মিশ্রণটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।

5 / 6
গাজর আর মধুর রস একসঙ্গে ব্যবহার করতে পারলেও কাজে আসবে। রোজ ব্যবহার করতে পারলে খুবই ভাল।

গাজর আর মধুর রস একসঙ্গে ব্যবহার করতে পারলেও কাজে আসবে। রোজ ব্যবহার করতে পারলে খুবই ভাল।

6 / 6
একটি পাত্রে আধ কাপ বেসন, এক চিমটে হলুদ এবং সামান্য দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নান করতে যাওয়ার আগে ত্বকে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে নিন।  সপ্তাহে তিনদিন ব্যবহার করলেই কাজ হবে

একটি পাত্রে আধ কাপ বেসন, এক চিমটে হলুদ এবং সামান্য দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নান করতে যাওয়ার আগে ত্বকে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। সপ্তাহে তিনদিন ব্যবহার করলেই কাজ হবে