Akshaya Tritiya 2023: বার বার বিয়েতে বাধার জেরে মনকষ্টে ভুগছেন? আজ এই বিশেষ ও ছোট্ট কাজেই শান্তি ফিরবে জীবনে

Special Rremedy: শুভদিনে দাম্পত্য জীবনে অশান্তি, যে কোনও বাধা দূর করতে, অক্ষয় তৃতীয়ায় কিছু বিশেষ ব্যবস্থা মেনে চললে সাফল্য পাওয়া যায় নিশ্চিন্তে। জেনে নিন সেই সমাধানগুলি...

| Edited By: দীপ্তা দাস

Apr 23, 2023 | 3:59 PM

1 / 8
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, রবিবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর সেই কারণে মন্দিরে , সোনার দোকানে পুজোপাঠ চলছে।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, রবিবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর সেই কারণে মন্দিরে , সোনার দোকানে পুজোপাঠ চলছে।

2 / 8
শুভদিনে দাম্পত্য জীবনে অশান্তি, যে কোনও বাধা দূর করতে, অক্ষয় তৃতীয়ায় কিছু বিশেষ ব্যবস্থা মেনে চললে সাফল্য পাওয়া যায় নিশ্চিন্তে। জেনে নিন সেই সমাধানগুলি...

শুভদিনে দাম্পত্য জীবনে অশান্তি, যে কোনও বাধা দূর করতে, অক্ষয় তৃতীয়ায় কিছু বিশেষ ব্যবস্থা মেনে চললে সাফল্য পাওয়া যায় নিশ্চিন্তে। জেনে নিন সেই সমাধানগুলি...

3 / 8
বিবাহে বাধা-বিপত্তি থাকলে অক্ষয় তৃতীয়ার দিন হাতে একটি নারকেল নিয়ে আপনার নাম গোত্র বলে পিপল গাছে সাতবার পরিক্রমা করুন। তারপর পিপলে নারকেল নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে এটি বিবাহ সংক্রান্ত সমস্ত বাধা ধ্বংস করে।

বিবাহে বাধা-বিপত্তি থাকলে অক্ষয় তৃতীয়ার দিন হাতে একটি নারকেল নিয়ে আপনার নাম গোত্র বলে পিপল গাছে সাতবার পরিক্রমা করুন। তারপর পিপলে নারকেল নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে এটি বিবাহ সংক্রান্ত সমস্ত বাধা ধ্বংস করে।

4 / 8
অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে একটি মাটির পাত্র দান করুন ও শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন। এই প্রতিকারটি দাম্পত্য জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে।

অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে একটি মাটির পাত্র দান করুন ও শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন। এই প্রতিকারটি দাম্পত্য জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে।

5 / 8
এবার অক্ষয় তৃতীয়ায়, বিবাহের তাৎপর্য, গুরু তারা নির্ধারণ করা হয়েছে, তাই এবার এ দিনে কোনও বিবাহ হবে না। কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান ভুল হলে বিবাহে সমস্যা দেখা দেয় তাতেও রয়েছে সমাধান।

এবার অক্ষয় তৃতীয়ায়, বিবাহের তাৎপর্য, গুরু তারা নির্ধারণ করা হয়েছে, তাই এবার এ দিনে কোনও বিবাহ হবে না। কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান ভুল হলে বিবাহে সমস্যা দেখা দেয় তাতেও রয়েছে সমাধান।

6 / 8
বৃহস্পতি অস্ত গেলে বিবাহ সংক্রান্ত সমস্যাও আরও বেড়ে যায়। এই অবস্থায় অক্ষয় তৃতীয়ায় কলা গাছে জল দিন ও ওম গ্রিন গ্রিন গ্রান সহ গুরুভে নমঃ মন্ত্র ১০৮ বার জপ করুন।

বৃহস্পতি অস্ত গেলে বিবাহ সংক্রান্ত সমস্যাও আরও বেড়ে যায়। এই অবস্থায় অক্ষয় তৃতীয়ায় কলা গাছে জল দিন ও ওম গ্রিন গ্রিন গ্রান সহ গুরুভে নমঃ মন্ত্র ১০৮ বার জপ করুন।

7 / 8
হলুদের ৫টি হলুদ কাপড়ে বেঁধে অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুকে নিবেদন করুন। এরপর কেশর ও চন্দনের পেস্ট দিয়ে কপালে তিলক লাগিয়ে দিন। হলুদের মালা দিয়ে এই মন্ত্রটি জপ করুন - ওম হ্রী শ্রী লক্ষ্মীবাসুদেবায় নমঃ বিশ্বাস করা হয় যে এতে প্রেমের বিবাহের সমস্যার অবসান ঘটবে।

হলুদের ৫টি হলুদ কাপড়ে বেঁধে অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুকে নিবেদন করুন। এরপর কেশর ও চন্দনের পেস্ট দিয়ে কপালে তিলক লাগিয়ে দিন। হলুদের মালা দিয়ে এই মন্ত্রটি জপ করুন - ওম হ্রী শ্রী লক্ষ্মীবাসুদেবায় নমঃ বিশ্বাস করা হয় যে এতে প্রেমের বিবাহের সমস্যার অবসান ঘটবে।

8 / 8
অক্ষয় তৃতীয়ার দিন, জল এবং রসালো ফল ভর্তি একটি মাটির পাত্র অভাবীকে দান করুন। কথিত আছে, এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে, দাম্পত্য জীবন সুখের হয়।

অক্ষয় তৃতীয়ার দিন, জল এবং রসালো ফল ভর্তি একটি মাটির পাত্র অভাবীকে দান করুন। কথিত আছে, এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে, দাম্পত্য জীবন সুখের হয়।