
রেখা মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ে জীবনে আসেন। ১৫ বছর বয়সে অভিনেতা বিশ্বজিৎ-এর নায়িকা। সেই ছবিতে ৫ মিনিটের চুম্বন দৃশ্যে প্রথম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়। সেই সময় কিছু বোঝার আগে এমন দৃশ্যে অভিনয়ে কেঁদে ছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর বহু ছবিতে তিনি খুব সহজেই বোল্ড আর ঘনিষ্ঠ দৃশ্যে অবলীলায় অভিনয় করেছেন।

বচ্চন বাড়ির বউমা ঐশ্বর্য রাই বচ্চন বরাবরই বোল্ড-ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল। হৃত্বিক রোশনের সঙ্গে ‘ধুম ২’, ‘যোধা আকবর’ হোক কিংবা রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে তিনি অবলীলায় ঘনিষ্ঠতম দৃশ্যে অভিনয় করেছেন।

পাওলি দাম শুরু বাংলা হলেও এখন তিনি বলিউডের ছবিতেও কাজ করেন নিয়মিত। ‘ছত্রাক’ ছবিতে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যের হওয়া ভাইরাল ভিডিয়ো নিয়ে প্রচুর কথা হয়। প্রথমবার অমন দৃশ্যে অভিনয় করতে একটু অস্বস্তি হয়েছিল, তা নিয়ে নিজেই জানিয়েছিলেন। তবে পরে তাঁর প্রথম হিন্দি ছবি বিক্রম ভাটের ‘হেট স্টোরি ২’ ছবিতে প্রচুর বোল্ড আর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অসুবিধে হয়নি।

বাঙালি সুন্দরী বিপাসা বসুও তাঁর প্রথম ছবি ‘আজনবি’ থেকেই নিজেকে বোল্ড নায়িকা রূপেই সামনে এনেছেন। ‘জিসম’ ছবিতে তাঁর আর জন আব্রাহামের ঘনিষ্ঠতম দৃশ্যে অভিনয় নিয়ে আজও কথা হয়।

রাজ কাপুরের ছবি মানেই নায়িকারা খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন। নিজের অভিনয় করতেন যখন তখন থেকেই এই রেওয়াজ চলছিল। পরে ভাই হোক বা ছেলেদের ছবিতেও এই ধারা বজায় ছিল। জিনত আমন-শশী কাপুর অভিনীত ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে জিনাতের সাদা শাড়িতে ঝরণায় স্নানের দৃশ্যের কথা ভোলার মতো নয়।

ঝরণায় এমন সাদা শাড়িতে পাওয়া যায় নায়িকা মন্দকিনীকে ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে। ছোট ছেলে রাজীব কাপুরের ডেবিউ ছবিতে রাজ কাপুর তাঁর আইকনি দৃশ্যকে রি-ক্রিয়েট করেন এই ছবিতে। তাছাড়াও আরও অনেক বোল্ড-ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে এই ছবিতে মন্দাকিনীর।