অনেক বলিউড সেলিব্রিটি শুধু অভিনয়, ভাল সিনেমাই দেননি তাঁদের দর্শকদের, বরং সমাজের উন্নতির জন্য কাজ করেন। আবার এঁদের মধ্যে অনেকে তাঁদের আর্থিক উন্নতির জন্য নানা ধরনের নতুন উদ্যোগ নেন। এমনই কয়েকজনের তালিকা রইল। খুব কম বয়স থেকেই এমন উদ্যোক্তা হওয়ায় মন দিয়েছেন এমন তারকাও রয়েছেন তালিকায়।
দীপিকা পাডুকোন ২০২২ সালে তাঁর নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড চালু করতে চলেছেন। চুল এবং ত্বকের যত্নের পণ্য দিয়ে শুরু করে, তাঁর কোম্পানি রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে কীভাবে ভাল প্রোডাক্ট সেই দিকে নজর রাখবে। পাশাপাশি যে কেউ একটি লাভজনক ব্যবসায় বিনিয়োগ করতে চান, তাঁরাও যুক্ত হতে পারবেন।
আলিয়া ভাটও ব্যবসায় নিজের দক্ষতা দেখিয়েছেন। তিনি সম্প্রতি আইআইটি কানপুর ভিত্তিক কোম্পানিতে তাঁর বিনিয়োগের ঘোষণা করেছেন। এটি সার্কুলার অর্থনীতির উপর নজর দেবে যা ফুলের বর্জ্যকে কাঠকয়লা মুক্ত বিলাসবহুল ধূপজাতীয় পণ্য এবং অন্যান্য সুস্থতা পণ্যে রূপান্তর করে। সেই সঙ্গে নিজের প্রোডাকশন হাউজও খুলেছেন। যেখানে তাঁর প্রথম ছবি ‘ডার্লিস’ তৈরি হচ্ছে।
শেফালি শাহ শুধু একজন প্রতিভাবান অভিনেত্রীই নন, একজন সম্পূর্ণ শিল্পী যাঁর ছবি আঁকা এবং রান্নার প্রতিও ভালবাসা রয়েছে। ‘দিল্লি ক্রাইম’ সিরিজের অভিনেত্রী ২০২১ সালে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন আহমেদাবাদে। তাঁর রেস্তোরাঁ নাম 'জলসা'। এই উদ্যোগটি শেফালির জন্য অত্যন্ত সফল প্রমাণিত হয়েছে। আর এখন এটি তাঁর জন্য অভিনয়ের পাশাপাশি একটি পার্শ্ব ব্যবসার চেয়ে অনেক বেশি। তাঁর রেস্তোরাও সারা দেশ থেকে আসা সুস্বাদু খাবার রয়েছে।
অভিনেতা সোনু সুদ সুপারম্যান নামেও পরিচিত। কোভিড পরিস্থিতিতে তিনি এবং তাঁর কোম্পানি যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, সেই থেকে এই নাম তাঁর সঙ্গে যুক্ত হয়েছে। সকলের ধারণাই হয়েছে প্রয়োজনে পড়লে অভিনেতার কাছে সহজেই পৌঁছোনো যাবে। সোনুও সুলভে মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটি নতুন উদ্যোগ চালু করেছেন। 'ইলাজ ইন্ডিয়া' নামে এই উদ্যোগটি মূলত একটি হেল্পলাইন নম্বর যা ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করা হয়েছে যার লক্ষ্য শিশু রোগীদের চিকিৎসায় সাহায্য করা।
রকুলপ্রীত সিংও এই বছর উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে আমান প্রীত সিং 'স্টারিং ইউ' নামে এই অ্যাপটি শুরু করেছেন যা স্ট্রাগলিং অভিনেতাদের তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ দেয় এবং পরবর্তীতে অভিনয়ের কাজ পেতে সাহায্য করে।
মালাইকা অরোরা ২০২১ সালে 'ন্যুড বোলস' নামে তাঁর নিজস্ব খাবার পরিষেবা শুরু করেছিলেন। মহামারী চলাকালীন তিনি এই আইডিয়া পেয়েছিলেন। সময় না নিয়ে তিনি এর উপর দ্রুত কাজ করেছিলেন। সৌভাগ্যবশত, প্রায় প্রথম দিন থেকেই এই স্টার্ট-আপটি সমস্ত কিছুতেই উর্ধ্বমুখী হওয়ার দিকেই এগিয়েছে।
বলিউডের অন্যতম বিখ্যাত এবং সফল জুড়ি আলী ফজল এবং রিচা চাড্ডা। গত বছর তাঁদের নিজস্ব প্রোডাকশন হাউস ‘পুশিং বাটন’ শুরু করেছেন। প্রযোজক হিসেবে তাঁদের প্রথম প্রজেক্টের নাম 'গার্লস উইল বি গার্লস' এবং এটি আন্তর্জাতিক সিনেমার বাজারে সমস্ত ধরণের বিষয় সংগ্রহ করছে। রিচা, আলী ফজল এবং পরিচালক শুচি তালাটির সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গ্যাফার এবং সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করতে চান এমন মহিলাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করছে। 'আন্ডারকারেন্ট ল্যাব' নামক অনুষ্ঠানটি উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশন, ইন্ডিয়া (WIFT) এবং 'লাইট এন লাইট'-এর মধ্যে যৌথ অংশীদারিত্ব করবে।