
গত কয়েক মাস ধরে ক্রমাগত পড়ছে শেয়ার বাজার। চরম অস্থিরতার মধ্যে ভারতের মার্কেট। প্রায় একই অবস্থা চিন, জাপানের বাজারেরও। এমন পরিস্থিতি কোথায় টাকা রাখলে তৃ দ্রুত বৃদ্ধি পাবে এই ভেবেই হয়রান বিনিয়োগকারীরা। তার উপর এই অস্থির পরিস্থিতিতে রয়েছে টাকা ডুবে যাওয়ার ভয়। তবে আর চিন্তা নেই, এবার সেই সমস্যার সমাধান করবে ব্যাঙ্ক।

এমনিতে আজকাল যৎসামান্য সুদের কারণে ব্যাঙ্কে খুব একটা টাকা রাখতে আগ্রহী নয় নব প্রজন্ম। যদিও এই পড়তি বাজারে ফের আশার আলো দেখাচ্ছে ব্যাঙ্কই। ফিক্সড ডিপোজিটে ৮.৫ শতাংশ হারে সুদ। কোন কোন ব্যাঙ্ক দিচ্ছেসেই সুযোগ সুবিধা?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সাম্প্রতিক রেপো রেট পরিবর্তন করার পরই নতুন করে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাতে শুরু করেছে ব্য়াঙ্কগুলি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ভাল সুদ দিচ্ছে। রইল তেমন ৪ ব্য়াঙ্কের হদিস।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া - SBI-এর ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি প্রকল্পের অধীনে সাধারণ নাগরিকদের জন্য ৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫% হারে সুদ দিচ্ছে। পাশাপাশি SBI-এর ৪০০ দিনের অমৃত কলশ প্রকল্পের অধীনে সাধারণ নাগরিকদের জন্য ৭.১০% হারে এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০% হারে সুদ দিচ্ছে।

আইডিবিআই ব্যাঙ্ক - IDBI ব্যাঙ্কের উৎসব কলেবল ৩০০ থেকে ৭০০ দিনের সময়কালের ভিতরে ফিক্সড ডিপোজিট খুললে বেশ উচ্চ হারে সুদ দিচ্ছে। কত দিনের জন্য স্থায়ী আমানত খুলছেন তার উপর নির্ভর করে সুদের হার নির্ধারেণ হয়।

ব্যাঙ্ক অফ বরোদা - এই ব্যাঙ্ক চালু করেছে মনসুন ধামাকা এফডি স্কিম। এই স্কিমের অধীনে ৩৩৩ দিনের কোনও এফডি খুললে সাধারণ নাগরিক ৭.১৫% হারে এবং প্রবীণ নাগরিকরা ৭.৬৫% হারে সুদ পাবেন। ৩৯৯-দিনের স্পেশাল ডিপোজিট অপশন রয়েছে। যার অধীনে সাধারণ বিনিয়োগকারীরা ৭.২৫% হারে এবং নন-কলেবল ডিপোজিটের জন্য ৭.৪০% হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা ৭.৭৫% পর্যন্ত হারে সুদ পেতে পারেন।

ইন্ডিয়ান ব্যাঙ্ক - ইন্ডিয়ান ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে তার গ্রাহকদের জন্য। IND সুপ্রিম প্রকল্পের অধীন ৩০০ দিন এবং IND সুপার প্রকল্পের অধীন ৪০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিত করতে পারেন। এক্ষেত্রে প্রবীণ নাগরিক হলে ৮.০৫% হারে সুদ পেতে পারেন। মনে রাখবেন এই স্কিমগুলিতে বিনিয়োগের সময়সীমা ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত। তার পর বদলে যেতে পারে সুদের হার।

এই প্রতিবেদন কেবল মাত্র প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।