Men’s Hair Loss: বেড়েছে চুল পড়ার সমস্যা? নেপথ্যে ‘ভিলেন’ কন্ডিশনার নয় তো?
TV9 Bangla Digital | Edited By: megha
Apr 19, 2022 | 4:45 PM
ব্যস্ত জীবনযাত্রার কারণে চুলের যত্ন নেওয়ার সময় পান না অনেকেই। শ্যাম্পু করলেও কন্ডিশনার ব্যবহারের বিষয়টি উপেক্ষা করেন অনেকেই। আর এই বিষয়টিই চুল পড়ার মত সমস্যা তৈরি করে।
1 / 6
ব্যস্ত জীবনযাত্রার কারণে চুলের যত্ন নেওয়ার সময় পান না অনেকেই। শ্যাম্পু করলেও কন্ডিশনার ব্যবহারের বিষয়টি উপেক্ষা করেন অনেকেই। আর এই বিষয়টিই চুল পড়ার মত সমস্যা তৈরি করে।
2 / 6
তাড়াহুড়োতে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান অনেকেই। এই ভুলই তৈরি করে চুলে পড়ার সমস্যা। কন্ডিশনার ব্যবহার না করায় চুল রুক্ষ, শুষ্ক দেখায়। এই ভুল একদম করবেন না।
3 / 6
কন্ডিশনার ব্যবহার করলেও সঠিক ভাবে সেটি ব্যবহার করেন না অনেকেই। কন্ডিশনার মাথার স্ক্যাল্পে কিংবা চুলের গোড়ায় লাগান- এই ভুলই চুলের সমস্যা তৈরি করে ছেলেদের মধ্যে। চুলের মাঝ বরাবর থেকে ডগা পর্যন্ত ব্যবহার করুন কন্ডিশনার।
4 / 6
চুলকে ভাল রাখতে বেশি বেশি করে কন্ডিশনার ব্যবহার করছেন, এই অভ্যাসও কিন্তু ভাল নয়। চুলের দৈর্ঘ্য অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন। অতিরিক্ত মাত্রায় কন্ডিশনার ব্যবহার করলে চুল তৈলাক্ত হয়ে যায়।
5 / 6
চুলকে নরম করতে অনেকেই বেশিক্ষণ ধরে চুলে কন্ডিশনার লাগিয়ে রাখেন। এতেও ক্ষতি হয় চুলের। পাঁচ মিনিট কন্ডিশনার লাগিয়ে রাখুন চুলে। এতেই কাজ দেবে।
6 / 6
চুলের ধরন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন। যেমন চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনতে সিলিকন যুক্ত কন্ডিশনার ব্যবহার করতে পারেন। আবার চুলের গোড়াকে মজবুত করতে অ্যামিনো অ্যাসিড যুক্ত কন্ডিশনার ব্যবহার করতে পারেন।