Saturday Night: শনিবার রাতে ভুলেও করবেন না এই ৫ কাজ, গ্রহরাজের রোষানলে জীবন হতে পারে টালমাটাল

Lord Shani: ভুল করেও শনিবার রাতে এমন ৫টি কাজ করবেন না, তাতে উক্ত ব্যক্তি শনিদেবের রোষানলে অশুভ প্রভাবে জীবন ছাড়খার হতে পারে। সেই কাজগুলি কী কী, তা জেনে নেওয়া উচিত...

| Edited By: দীপ্তা দাস

Jun 17, 2023 | 7:12 PM

1 / 8
শনিদেবকে ন্যায়দাতা হিসেবেই মানা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, শনিদেব  সাধারণত যে কোনও ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করেন। তাই রাজাকে আরও ধনী, গরিবকে রাজা করে তুলতে পারে।

শনিদেবকে ন্যায়দাতা হিসেবেই মানা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, শনিদেব সাধারণত যে কোনও ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করেন। তাই রাজাকে আরও ধনী, গরিবকে রাজা করে তুলতে পারে।

2 / 8
একারণেই শনিদেবকে সবসময় তুষ্ট করে রাখা জরুরি। আর শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল শনিবার। এদিনে শনিদেবের পুজো করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত।

একারণেই শনিদেবকে সবসময় তুষ্ট করে রাখা জরুরি। আর শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল শনিবার। এদিনে শনিদেবের পুজো করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত।

3 / 8
ভুল করেও শনিবার রাতে এমন ৫টি কাজ করবেন না, তাতে উক্ত ব্যক্তি শনিদেবের রোষানলে অশুভ প্রভাবে জীবন ছাড়খার হতে পারে। সেই কাজগুলি কী কী, তা জেনে নেওয়া উচিত...

ভুল করেও শনিবার রাতে এমন ৫টি কাজ করবেন না, তাতে উক্ত ব্যক্তি শনিদেবের রোষানলে অশুভ প্রভাবে জীবন ছাড়খার হতে পারে। সেই কাজগুলি কী কী, তা জেনে নেওয়া উচিত...

4 / 8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার রাতে আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। মাংস ও অ্যালকোহল থেকেও দূরত্ব বজায় রাখা উচিত। মনে করা হয়, যাঁরা শনিবার আমিষ খাবার খান, তাঁদের জীবনে গ্রহরাজের অশুভ প্রভাব পড়তে থাকে। বিশেষ করে যাঁর উপর শনির দশা থাকে, তাঁদের শনিবারে আমিষ খাবার খাওয়া উচিত নয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিবার রাতে আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। মাংস ও অ্যালকোহল থেকেও দূরত্ব বজায় রাখা উচিত। মনে করা হয়, যাঁরা শনিবার আমিষ খাবার খান, তাঁদের জীবনে গ্রহরাজের অশুভ প্রভাব পড়তে থাকে। বিশেষ করে যাঁর উপর শনির দশা থাকে, তাঁদের শনিবারে আমিষ খাবার খাওয়া উচিত নয়।

5 / 8
যাদের জুয়া খেলার অভ্যাস রয়েছে, তাদেরও শনিদেবের অশুভ প্রকোপে পড়তে হয়। বিশেষ করে মনে রাখবেন যে শনিবার, আপনি এই বাজে অভ্যাস থেকে দূরে থাকুন।

যাদের জুয়া খেলার অভ্যাস রয়েছে, তাদেরও শনিদেবের অশুভ প্রকোপে পড়তে হয়। বিশেষ করে মনে রাখবেন যে শনিবার, আপনি এই বাজে অভ্যাস থেকে দূরে থাকুন।

6 / 8
যারা বয়স কাল না ভেবে সকলকেই অসম্মান করেন তাদের উপর শনি খুব ক্রুদ্ধ হন। বিশেষ করে বাড়ির বড়দের অসম্মান করা চলে না।  এমনকি কর্মচারীদের সঙ্গেও খারাপ ব্য়বহার করবেন না। এদিন বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের প্রণাম করতে পারেন।

যারা বয়স কাল না ভেবে সকলকেই অসম্মান করেন তাদের উপর শনি খুব ক্রুদ্ধ হন। বিশেষ করে বাড়ির বড়দের অসম্মান করা চলে না। এমনকি কর্মচারীদের সঙ্গেও খারাপ ব্য়বহার করবেন না। এদিন বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের প্রণাম করতে পারেন।

7 / 8
বিশ্বাস অনুসারে, শনিবার অর্থ ধারের লেনদেন করা এড়ানো উচিত। এদিন কারওর সঙ্গে টাকা ধারের লেনদেন করলে সেই টাকা আর কখনও ফিরে আসে না। ফেরত নাও পেতে পারেন।

বিশ্বাস অনুসারে, শনিবার অর্থ ধারের লেনদেন করা এড়ানো উচিত। এদিন কারওর সঙ্গে টাকা ধারের লেনদেন করলে সেই টাকা আর কখনও ফিরে আসে না। ফেরত নাও পেতে পারেন।

8 / 8
শনিবার লোহা, তেল, কালো কাপড় দান করা শুভ বলে মনে করা হয়। শনিবারে কারওর কাছ থেকে এই সমস্ত জিনিস ধার বা কিনবেন না। বিশ্বাস অনুসারে, শনিবারে এই জিনিসগুলির যে কোনও একটি কেনাকাটা করলে জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন ভক্তরা।

শনিবার লোহা, তেল, কালো কাপড় দান করা শুভ বলে মনে করা হয়। শনিবারে কারওর কাছ থেকে এই সমস্ত জিনিস ধার বা কিনবেন না। বিশ্বাস অনুসারে, শনিবারে এই জিনিসগুলির যে কোনও একটি কেনাকাটা করলে জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে পারেন ভক্তরা।