Weight Loss Oil: রোজ এই ৫ তেল খেলেই শরীরের চর্বি অর্ধেক হয়ে যাবে

Can I Lose Weight Eating Oil: তেল মানেই খারাপ নয়। তেল খেলেই যে ওজন বাড়বে তাও নয়। তেল মেপে খেতে হবে। পরিমাণে খেতে হবে

| Edited By: রেশমী প্রামাণিক

Jan 05, 2023 | 9:30 AM

1 / 6
মেদ কমাতে সকলেই চান। আর বাড়তি মেদ ঝরিয়ে ফেলাই কাম্য। কারণ যাবতীয় রোগের সূত্রপাত হল এই মেদ। মেদ জমতে কোনও কষ্ট হয় না, কষ্ট ঝরতেই। আর একবার জমতে শুরু করলে সেই জমা মেদ থেকে সৃষ্ট অসুখ সারাতে গিয়ে আরও অনেক বেশি খরচা হয়ে যায়। এবার মেদ ঝরাতে কী খাওয়া ঠিক আর কী ঠিক নিয় সেই নিয়েই সকলে দ্বিধায় থাকেন। আর তাই ওবেসিটি রুখতে হলে প্রথমেই নজর দিতে হবে রোজকার ডায়েটে। সেই সঙ্গে এই ৫ তেল যদি নিয়মিত খান তাহলে ওজন কমবেই-

মেদ কমাতে সকলেই চান। আর বাড়তি মেদ ঝরিয়ে ফেলাই কাম্য। কারণ যাবতীয় রোগের সূত্রপাত হল এই মেদ। মেদ জমতে কোনও কষ্ট হয় না, কষ্ট ঝরতেই। আর একবার জমতে শুরু করলে সেই জমা মেদ থেকে সৃষ্ট অসুখ সারাতে গিয়ে আরও অনেক বেশি খরচা হয়ে যায়। এবার মেদ ঝরাতে কী খাওয়া ঠিক আর কী ঠিক নিয় সেই নিয়েই সকলে দ্বিধায় থাকেন। আর তাই ওবেসিটি রুখতে হলে প্রথমেই নজর দিতে হবে রোজকার ডায়েটে। সেই সঙ্গে এই ৫ তেল যদি নিয়মিত খান তাহলে ওজন কমবেই-

2 / 6
অলিভ অয়েল- অলিভ অয়েলের মধ্যে থাকে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিডের মত একাধিক উপাদান। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে অলিভ অয়েল নিয়মিত খেতে পারলে ওজন কমবেই। এছাড়াও এলিভ অয়েল হার্টের জন্যেও খুব উপকারী।

অলিভ অয়েল- অলিভ অয়েলের মধ্যে থাকে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিডের মত একাধিক উপাদান। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে অলিভ অয়েল নিয়মিত খেতে পারলে ওজন কমবেই। এছাড়াও এলিভ অয়েল হার্টের জন্যেও খুব উপকারী।

3 / 6
সরষে তেল- সরষের তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট খুব কম পরিমাণে  থাকে। যে কারণে এই তেল স্বাস্থ্যকর তেল হিসেবেই গণ্য হয়। এছাড়াও সরষের তেলের মধ্যে থাকে পলিআনস্যাচুরেটেড এবং মনোস্যাচুরেটেড ফ্যাট। যা হৃদরোগ ঠেকাতে উপকারী। এছাড়াও সরষের তেলের মধ্যে যে সব পুষ্টিকর উপাদান থাকে যা দ্রুত ওজন কমায়।

সরষে তেল- সরষের তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট খুব কম পরিমাণে থাকে। যে কারণে এই তেল স্বাস্থ্যকর তেল হিসেবেই গণ্য হয়। এছাড়াও সরষের তেলের মধ্যে থাকে পলিআনস্যাচুরেটেড এবং মনোস্যাচুরেটেড ফ্যাট। যা হৃদরোগ ঠেকাতে উপকারী। এছাড়াও সরষের তেলের মধ্যে যে সব পুষ্টিকর উপাদান থাকে যা দ্রুত ওজন কমায়।

4 / 6
অ্যাভোকাডো অয়েল- অ্যাভোকাডো তেলে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ওলিক ফ্যাটি অ্যাসিড। যা পেটের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়াও মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

অ্যাভোকাডো অয়েল- অ্যাভোকাডো তেলে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ওলিক ফ্যাটি অ্যাসিড। যা পেটের চর্বি কমাতে সাহায্য করে। এছাড়াও মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

5 / 6
নারকেল তেল- ত্বক আর চুলের জন্য ভাল নারকেল তেল। এছাড়াও সামগ্রিক স্বাস্থ্যের নিরিখেও এই তেল উপকারী। এই তেলের মধ্যে থাকে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড (MCFAs) যেমন লরিক অ্যাসিড, ক্যাপ্রিলিক অ্যাসিড এবং ক্যাপ্রিলিক অ্যাসিড- যা শরীরের অতিরিক্ত জমা চর্বি দূর করতে সাহায্য করে। আর ওজন কমানোর জন্যেও ভাল এই তেল।

নারকেল তেল- ত্বক আর চুলের জন্য ভাল নারকেল তেল। এছাড়াও সামগ্রিক স্বাস্থ্যের নিরিখেও এই তেল উপকারী। এই তেলের মধ্যে থাকে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড (MCFAs) যেমন লরিক অ্যাসিড, ক্যাপ্রিলিক অ্যাসিড এবং ক্যাপ্রিলিক অ্যাসিড- যা শরীরের অতিরিক্ত জমা চর্বি দূর করতে সাহায্য করে। আর ওজন কমানোর জন্যেও ভাল এই তেল।

6 / 6
বাদাম তেল- বাদাম তেলের মধ্যে মনোস্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকে। সূর্যমুখীর বীজের তেলে ৭৯ শতাংশ মনোস্যাচুরেটেড ফ্যাট আর বাদাম তেলে ৬৫ শতাংশ মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। ওজন কমাতে এই তেল খুবই ভাল। মনোস্যাচুরেটেড ফ্যাট যে তেলে যত বেশি থাকে সেই তেলে ওজন কমে দ্রুত।

বাদাম তেল- বাদাম তেলের মধ্যে মনোস্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকে। সূর্যমুখীর বীজের তেলে ৭৯ শতাংশ মনোস্যাচুরেটেড ফ্যাট আর বাদাম তেলে ৬৫ শতাংশ মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। ওজন কমাতে এই তেল খুবই ভাল। মনোস্যাচুরেটেড ফ্যাট যে তেলে যত বেশি থাকে সেই তেলে ওজন কমে দ্রুত।