ভারতে সবচেয়ে জনপ্রিয় গোল গাপ্পা। তবে খাবার ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত।
ইন্দোনেশিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড হল সাটে। মাংস, সোয়া ও চিনাবাদাম দিয়ে তৈরি করা হয় এই পদ।
শ্রীলঙ্কার জনপ্রিয় স্ট্রিট ফুড কত্তু রোটি। এই পাউরুটি দিয়ে তৈরি করা হয়। তার সঙ্গে সবজি, ডিম ও মাংসের সংমিশ্রণ থাকে।
জাপানের জনপ্রিয় স্ট্রিট এই মিসো রামেন হল নুডলসের একটি প্রকার। এই খাবার শুধু জাপানে নয়, কম বেশি এশিয়ার সবচেয়ে বেশ পরিচিত।
সোম টাম থাই হল থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। এটি আসলে পাকা পেঁপে দিয়ে তৈরি একটি স্যালাড।
লিয়াঞ্জপি হল চিনের জনপ্রিয় একটি খাদ্য। এটিও এক প্রকার নুডলস যা শসা, চিলি অয়েল ও ভিনেগার দিয়ে পরিবেশন করা হয়।