
আয়তনে বড় হলেও সেই অনুপাতে জনসংখ্যা অনেকটাই কম ইউক্রেনের। দেশটিতে পাঁচ কোটির কম মানুষের বাস।

ইউরোপ যাদের কাছে ভ্রমণের গন্তব্য তাদের কাছে অন্যতম আকর্ষণ ইউক্রেন। শুধু সৌন্দর্যের জন্য নয়, এই দেশে খাবার থেকে গাড়ি ভাড়া ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম।

বিশ্বের সবচেয়ে লম্বা সঙ্গীত যন্ত্রের ব্যবহার হয় ইউক্রেনে। এর নাম ট্রেমবিটা। মৃত্যু, বিবাহ থেকে সামাজিক উৎসব সবকিছুতেই ট্রেমবিটা ব্যবহারের রেওয়াজ রয়েছে ইউরোপের এই দেশে।

বিশ্বের গভীরতম পাতাল রেল স্টেশন রয়েছে ইউক্রেনে। কিভের আর্সেলেনা মেট্রো স্টেশনটি মাটি থেকে ১০৫.৫ মিটার গভীরে।

ইতিহাসের অনেক ওঠানামা চললেও স্বাধীন ইউক্রেনের জন্ম মাত্র তিন দশক আগে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ১৯৯১ সালে স্বাধীনতা পায় ইউক্রেন।

শিক্ষা থেকে সংস্কৃতি কিংবা ক্রীড়ার ক্ষেত্রেও অনেক অবদান রয়েছে ইউক্রেনের। ‘ও সোলে মিও’ শিরোনামের বিশ্ববিখ্যাত গানটি ইউক্রেনের।