বরফি : এক মূক ও বধিরের গল্প ছিল 'বরফি'। বরফির চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সে ভালবাসত শ্রুতিকে। কিন্তু শ্রুতির অন্যত্র বিয়ে হয়ে যায়। সেই স্থানে আসে মানসিকভাবে একটু অন্যরকম ঝিলমিল। অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ইলিয়ানা ডি'সুজ়া।
ব্ল্যাক : মূক-বধির-দৃষ্টিহীন হেলেন কেলারের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই ছবি। তাতে অভিনয় করেছিলেন রানী মুখোপাধ্য়ায়। ছিলেন অমিতাভ বচ্চনও।
গুজ়ারিশ : এক চলতে-ফিরতে না পারা জাদুকরের প্রেমের গল্প ছিল সেটি। অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। বিপরীতে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।
হাইওয়ে: আলিয়া ভাটের মোড় ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স দেখতে পাওয়া যায় এই ছবিতে। ছিলেন রণদীপ হুডাও। হাইওয়ে থেকেই আলিয়া প্রমাণ করতে শুরু করেছিলেন নিজেকে। এক ধনী পরিবারের সমস্যায় জর্জরিত যুবতির জীবন সংগ্রাম দেখানো হয়েছিল হাইওয়েতে। যে অপহৃত হওয়ার পর জানতে পেরেছিল মুক্তি স্বাদ।
লাঞ্চবক্স : টিফিন বাক্সে করে খাবার আদানপ্রদান করতে গিয়ে এক মাঝবয়সি গৃহবধূর সঙ্গে প্রেম হয় স্ত্রীহারা এক অফিরকর্মীর। অভিনয় করেছিলেন ইরফান খান এবং নিমরত কৌর।
রাঞ্ঝনা : ছোটবেলার প্রেমিক কীভাবে হিংসায় পরিণতি পায়, তাই ছিল এই ছবির গল্প। অনবদ্য পারফর্ম্যান্স দিয়েছিলেন ধনুশ। ছিলেন অভয় দেওল এবং সোনম কাপুরও।
অক্টোবর : বরুণ ধাওয়ানের অন্যতম পারফরম্যান্স। এক যুবকের তাঁর প্রেমের প্রতি নিষ্ঠা দেখানো হয়েছিল। দেখানো হয়েছিল কবিতার মতো এক অব্যক্ত প্রেম।