Beauty Products: অল্প দিনেই নেল পালিশ জমাট বেঁধে যায়, কোন উপায়ে রাখলে প্রসাধনী পণ্য ভাল থাকে?
Makeup Product: পছন্দের মেকআপ প্রোডাক্ট দু'মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়? এমনকী নামী ব্র্যান্ডের প্রসাধনী পণ্য বিশেষত লিপস্টিক, নেল পালিশ কিনলেও সেটা বেশিদিন টেকসই হয় না। তাহলে প্রসাধনী পণ্য ভাল রাখার উপায় কী?