Vastu Tips: প্রেমে অশান্তি! সম্পর্ককে বশে আনতে চান, মেনে চলুন এই ৭ বেডরুম বাস্তু টিপস, দেখুন ম্যাজিক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 20, 2022 | 5:37 PM

Relationship Tips: প্রেমের সম্পর্কে অশান্তিতে জেরবার! কিছুতেই বিচ্ছেদ এড়ানো যাচ্ছে না, তবে শেষ চেষ্টায় মেনে চলুন কয়েকটি বাস্তু টিপস।

1 / 8
প্রেমের সম্পর্কে অশান্তিতে জেরবার! কিছুতেই বিচ্ছেদ এড়ানো যাচ্ছে না, তবে শেষ চেষ্টায় মেনে চলুন কয়েকটি বাস্তু টিপস।

প্রেমের সম্পর্কে অশান্তিতে জেরবার! কিছুতেই বিচ্ছেদ এড়ানো যাচ্ছে না, তবে শেষ চেষ্টায় মেনে চলুন কয়েকটি বাস্তু টিপস।

2 / 8
বাড়িতে বিছানা রাখুন সর্বদা দক্ষিণ দিকে বা দক্ষিণ-পশ্চিমেও রাখতে পারেন।

বাড়িতে বিছানা রাখুন সর্বদা দক্ষিণ দিকে বা দক্ষিণ-পশ্চিমেও রাখতে পারেন।

3 / 8
বেডরুমের শেপ বা ধরন যেন সাধারণ চৌকোই হয়, ছক ভেঙে বেডরুম নিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভাল।

বেডরুমের শেপ বা ধরন যেন সাধারণ চৌকোই হয়, ছক ভেঙে বেডরুম নিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভাল।

4 / 8
কাঠের খাট ব্যবহার করুন, সিঙ্গল ম্যাট্রেসই যেন পাতা থাকে বিছানায়।

কাঠের খাট ব্যবহার করুন, সিঙ্গল ম্যাট্রেসই যেন পাতা থাকে বিছানায়।

5 / 8
দেওয়ালের রঙ সব সময় হালকা রাখুন। পরিবেশ যেন বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

দেওয়ালের রঙ সব সময় হালকা রাখুন। পরিবেশ যেন বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

6 / 8
সর্বদা প্রেমিকে ডানদিকে থাকা উচিত মেয়েদের, আর পুরুষদের ক্ষেত্রে উল্টোটা।

সর্বদা প্রেমিকে ডানদিকে থাকা উচিত মেয়েদের, আর পুরুষদের ক্ষেত্রে উল্টোটা।

7 / 8
বিছানার দিকে মুখ করে থাকা কোনও আয়না রাখা যাবে না। এতে পরিবারের শান্তি নষ্ট হয়।

বিছানার দিকে মুখ করে থাকা কোনও আয়না রাখা যাবে না। এতে পরিবারের শান্তি নষ্ট হয়।

8 / 8
বেডরুমে কোনও ঠাকুর দেবতার মূর্তী রাখা যাবে না। এই বিষয় সতর্ক থাকতে হবে।

বেডরুমে কোনও ঠাকুর দেবতার মূর্তী রাখা যাবে না। এই বিষয় সতর্ক থাকতে হবে।

Next Photo Gallery