
শোনা যাচ্ছে শেহনাজ ও সিদ্ধার্থকে আরও একতি মিউজিক ভিডিয়োতে কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রযোজক অনশুল গরগ। এও শোনা যাচ্ছে জোরকদমে নাকি চলছিল প্রস্তুতিও।

সুশান্ত সিং রাজপুত: মাত্র ৩৫ বছর বয়সে ১৪ই জুন ২০২০ সালে আত্মহত্যা করেন 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'র অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

আসিফ বসরা: ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে ১২ই নভেম্বর ২০২০ সালে আত্মহত্যা করেন বলিউডের অতি পরিচিত মুখ আসিফ বসরা।

শ্রীদেবী: ২৪শে ফেব্রুয়ারি ২০১৮ সালে দুবাইয়ের একটি হোটেল রুমের বার্থটাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শ্রীদেবীর দেহ।

জিয়া খান: 'নিশিবাদ' এর মত সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন জিয়া খান। ৩রা জুন ২০১৩ সালে আত্মহত্যা করেন জিয়া খান।

নাফিসা জোসেফ: ২০০৪ সালের ২৯শে জুলাই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় নাফিসা জোসেফের দেহ। তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছিল।

দিব্যা ভারতী: ৫ই এপ্রিল, ১৯৯৩ সালে পাঁচ তলা থেকে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু হয় দিব্যা ভারতীর।