TV9 Bangla Digital | Edited By: megha
Aug 02, 2022 | 11:53 AM
ব্রণর সমস্যা দূর করার জন্য আপনি টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ব্রণ উপশমে সাহায্য করে। এক টেবিল চামচ টক দইয়ে তুলো ডুবিয়ে নিয়ে ব্রণর উপর লাগান। সারারাত লাগিয়ে রেখে পরদিন সকালে জল দিয়ে ধুয়ে নিন।
চোখের তলায় কালচে দাগ দূর করার জন্যও আপনি টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড চোখের কোলের কালি দূর করে দেয়। আপনি সরাসরি টক দই চোখের তলায় লাগিয়ে নিতে পারেন।
সান ট্যান দূর করার জন্যও আপনি টক দই ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে হাফ চামচ বেসন ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
অতিরিক্ত শুষ্ক ত্বক? টক দইকে ব্যবহার করুন ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য। টক দইয়ের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক হয়ে উঠবে আরও কোমল।
ওপেন পোরসের সমস্যা থাকলেও আপনি টক দই ব্যবহার করতে পারেন। টক দইয়ের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে রোমকূপগুলো সঙ্কুচিত হয়ে যাবে।
ব্রণর দাগ এবং ত্বকের অন্যান্য দাগছোপ দূর করার ক্ষেত্রেও টক দইয়ের উপর ভরসা রাখতে পারেন। টই দইয়ের সঙ্গে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে ত্বকের উপর লাগান। টক দই ও পাতিলেবুর রসের মধ্যে অ্যাসিডিক উপাদান রয়েছে যা ত্বকের দাগছোপ দূর করে দেয়।