Black Pepper Remedies: ৪ দানা কালো গোলমরিচের টোটকাতেই কেটে যাবে শনিদোষ! জ্বলজ্বল করবে আপনার ভাগ্য

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 27, 2023 | 2:58 PM

Astro Remedies: এই ধরনের কালো গোলমরিচ খুবই উপকারী বলা হয়েছে। কালো গোলমরিচ শুধু স্বাস্থ্যের জন্যই খুব উপকার তাই নয়, কালো গোলমরিচ গ্রহের দোষ দূর করতেও খুব ভালো।

1 / 8
জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে গ্রহ এবং নক্ষত্রের অবস্থা একজন ব্যক্তির জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এর সাথে জ্যোতিষশাস্ত্রে গ্রহের দোষ এড়াতে বেশ কিছু সহজ ব্যবস্থাও বলা হয়েছে।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে গ্রহ এবং নক্ষত্রের অবস্থা একজন ব্যক্তির জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এর সাথে জ্যোতিষশাস্ত্রে গ্রহের দোষ এড়াতে বেশ কিছু সহজ ব্যবস্থাও বলা হয়েছে।

2 / 8
এই ধরনের কালো গোলমরিচ খুবই উপকারী বলা হয়েছে। কালো গোলমরিচ শুধু স্বাস্থ্যের জন্যই খুব উপকার তাই নয়, কালো গোলমরিচ গ্রহের দোষ দূর করতেও খুব ভালো।

এই ধরনের কালো গোলমরিচ খুবই উপকারী বলা হয়েছে। কালো গোলমরিচ শুধু স্বাস্থ্যের জন্যই খুব উপকার তাই নয়, কালো গোলমরিচ গ্রহের দোষ দূর করতেও খুব ভালো।

3 / 8
কালো গোলমরিচের কিছু সহজ কৌশল রয়েছে, যা জেরে শনির প্রকোপে ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন। কেউ যদি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কালো গোলমরিচের প্রতিকার আপনার জন্য উপকারী হতে পারে।

কালো গোলমরিচের কিছু সহজ কৌশল রয়েছে, যা জেরে শনির প্রকোপে ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন। কেউ যদি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কালো গোলমরিচের প্রতিকার আপনার জন্য উপকারী হতে পারে।

4 / 8
 পরিশ্রমের পরেও যদি পকেট ফাঁকা থাকে, তাহলে ৫ দানা কালো গোলমরিচ নিয়ে ৭ বার আপনার মাথার চারপাশে ঘুরিয়ে একটি চৌরাস্তায় গিয়ে চার দিকে নিক্ষেপ করুন। পঞ্চমতম দানা আকাশের দিকে নিক্ষেপ করুন। এরপর পিছনের দিকে ফিরে না তাকিয়ে বাড়ি চলে যান।

পরিশ্রমের পরেও যদি পকেট ফাঁকা থাকে, তাহলে ৫ দানা কালো গোলমরিচ নিয়ে ৭ বার আপনার মাথার চারপাশে ঘুরিয়ে একটি চৌরাস্তায় গিয়ে চার দিকে নিক্ষেপ করুন। পঞ্চমতম দানা আকাশের দিকে নিক্ষেপ করুন। এরপর পিছনের দিকে ফিরে না তাকিয়ে বাড়ি চলে যান।

5 / 8
যদি শনির দোষ থাকে, তাহলে কালো মরিচের প্রতিকার মেনে চলে এই থেকে মুক্তি পেতে খুব কার্যকর প্রমাণিত হবে। এর জন্য কালো গোলমরিচ ও ১১ টাকার একটি কালো কাপড়ে বেঁধে দুঃস্থকে দান করে দিন।

যদি শনির দোষ থাকে, তাহলে কালো মরিচের প্রতিকার মেনে চলে এই থেকে মুক্তি পেতে খুব কার্যকর প্রমাণিত হবে। এর জন্য কালো গোলমরিচ ও ১১ টাকার একটি কালো কাপড়ে বেঁধে দুঃস্থকে দান করে দিন।

6 / 8
এই প্রতিকার মেনে চললে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। যদি কারওর ধাইয়ায় কোপে পড়ে থাকেন, তাহলেও এই প্রতিকার মেনে চললে আপনি কার্যকর হতে পারেন।

এই প্রতিকার মেনে চললে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। যদি কারওর ধাইয়ায় কোপে পড়ে থাকেন, তাহলেও এই প্রতিকার মেনে চললে আপনি কার্যকর হতে পারেন।

7 / 8
যদি কোনও ব্যক্তির অর্থের অভাবের পাশাপাশি বাড়িতে ঝামেলা হয় তবে ৮টি দানা কালো গোলমরিচ নিয়ে বাড়ির একটি খালি কোণে পুড়িয়ে দিন।তাতে আর্থিক সঙ্কট দূর হবে ও একই সঙ্গে গ্রহের দোষ থেকেও মুক্তি মিলবে।

যদি কোনও ব্যক্তির অর্থের অভাবের পাশাপাশি বাড়িতে ঝামেলা হয় তবে ৮টি দানা কালো গোলমরিচ নিয়ে বাড়ির একটি খালি কোণে পুড়িয়ে দিন।তাতে আর্থিক সঙ্কট দূর হবে ও একই সঙ্গে গ্রহের দোষ থেকেও মুক্তি মিলবে।

8 / 8
এ ছাড়া একটি বান্ডিলে ৭টি কালো মরিচ বেঁধে ঘরের আলমারিতে রাখুন। সঙ্গে এক টাকার কয়েনও রাখুন। এর জেরে অর্থ সংক্রান্ত সব সমস্যায় দূর হয়। এই নিয়ম মেনে চললে আপনার অ্যাকাউন্ট বা পকেট সবসময় টাকাপয়সায় ভরতি থাকবে।

এ ছাড়া একটি বান্ডিলে ৭টি কালো মরিচ বেঁধে ঘরের আলমারিতে রাখুন। সঙ্গে এক টাকার কয়েনও রাখুন। এর জেরে অর্থ সংক্রান্ত সব সমস্যায় দূর হয়। এই নিয়ম মেনে চললে আপনার অ্যাকাউন্ট বা পকেট সবসময় টাকাপয়সায় ভরতি থাকবে।

Next Photo Gallery
Curd in Curry: রান্নায় কীভাবে টক দই মেশালে বাড়বে খাবারের স্বাদ? রইল ৫ সহজ টিপস
New Parliament Building Picture: উদ্বোধন হওয়ার আগে এক ক্লিকে নতুন সংসদ ভবন ঘুরে আসুন আপনিও