TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 02, 2021 | 8:03 PM
কালীপুজো: দিপাবলী মানেই আলোর উৎসব। সারা দেশ জুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় এই পুজো। মধ্যে বারাণসী, অমৃতসর, গোয়া এবং দিল্লিতে সবচেয়ে বেশি আড়ম্বরের সঙ্গে হয় এই পুজো। উৎসবের সময়ে এই জায়গায় ঘুরতে যেতে পারেন, উৎসবের মরসুম উপভোগ করতে পারেন, কিন্তু অন্য জায়গায় ঘুরে...
ছটপুজো: সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই পুজোয়। প্রত্যেক বছর কালীপুজোর ঠিক ষষ্ঠ দিন ছটপুজো অনুষ্ঠিত হয়। বিহার, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশে মূলত অনুষ্ঠিত হয় এই পুজো। এই বছর নির্দিষ্ট এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন একবার।
ওয়াংলা ফেস্টিভ্যাল: ১০০ ড্রামের পুজো বলে পরিচিত ওয়াংলা ফেস্টিভ্যাল। মেঘালয় এবং আসামের গাঢ় সম্প্রদায়ের মানুষ এই পুজো উদযাপন করে। এত রঙিন এই উৎসব হয়, যে আপনি চোখ ফেরাতেই পারবেন না... এই পুজোর সময়ে ঘুরে আসুন একবার পাহাড়ে।
দেব দিপাবলী: বারাণসীতে এই উৎসব উদযাপিত হয়। একে গঙ্গা মহোৎসবও বলা হয়ে থাকে। এইখানে হাজারে হাজারে মানুষ ভিড় জমায় এই সময়। ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এইসময় বারাণসি ঘাট।
পুস্কর মেলা: ভারতের অন্যতম এক জনপ্রিয় মেলা হল পুস্কর মেলা। সারা পৃথিবীর বিভিন্ন কোণ থেকে মানুষ আসে এই সময় মেলার আকর্ষণে। এইখানে উট, ঘোড়া, ষাঁড় ক্রয়-বিক্রয় হয়। এমনিতেও রাজস্থানি নাচ-গানের টানে এই সময় পর্যটকদের ভিড় জমে প্রতিবছর।