
পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে থাইরয়েডের সমস্যা সবচেয়ে বেশি। বর্তমানে এই রোগ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। থাইরয়েডের ক্ষেত্রে বেশি লক্ষণ প্রকাশ পায়। এগুলো সম্পর্কে যত বেশি সচেতন থাকবেন এতে রোগের চিকিৎসায় দেরি হবে না।

অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং অতিরিক্ত পরিমাণে ওজন কমে যাওয়া দুটোই থাইরয়েডের লক্ষণ। যদিও একটিকে হাইপোথাইরয়েডিজম এবং অন্যটিকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। যেহেতু শরীরের বিপাক ক্রিয়ার সঙ্গে থাইরয়েড গ্রন্থির যোগসূত্র আছে তাই এটি ওজনের উপর প্রভাব ফেলে।

থাইরয়েডের ক্ষেত্রে ক্লান্তি হচ্ছে প্রাথমিক লক্ষণ। থাইরয়েড হরমোন আমাদের শরীরে শক্তির জোগান দেয়। সুতরাং এই হরমোনের ভারসাম্য নষ্ট হলে শরীরে ক্লান্তি অনুভূত হয়। তাই অতিরিক্ত ক্লান্তি অনুভব করলে থাইরয়েড পরীক্ষা করিয়ে নিন।

শীতকাল না হলেও আপনি সারা বছর ঠান্ডা লাগার সমস্যায় ভোগেন? এর কারণ কিন্তু থাইরয়েড হতে পারে। থাইরয়েডের কারণে শরীর ক্যালোরি পোড়াতে পারে না। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়। যার ফলে অল্পতেই ঠান্ডা লাগার মতো সমস্যা দেখা দেয়।

দিনে ১০০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু তার বেশি চুল পড়লেই সচেতন হওয়া জরুরি। যদিও চুল পড়ার পিছনে নানা কারণ দায়ী থাকতে পারে। তবে থাইরয়েডের সমস্যা থাকলেও চুল পড়ার সমস্যা দেখা দেয়।

মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশির ভাগ মহিলাদের মধ্যে থাইরয়েডের কারণে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে ঋতুচক্রও বিঘ্নিত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ঋতুস্রাবের পরিমাণ কমে যায়।