
সেদ্ধ ডিম: ডিমের মধ্যে থাকা প্রোটিন আপনাকে শক্তি জোগাতে সাহায্য করবে। তাই জিমে যাওয়ার আগে একটা বা দুটো সেদ্ধ ডিম আপনার ডায়েটে রাখুন।

দই: দইয়ের মধ্যে রয়েছে দ্বিগুণ প্রোটিন। তাই ফলের সাথে দই মিশিয়ে আপনার স্বাস্থ্য এবং মাংসপেশী উভয়ই উন্নত করুন।

কুমড়োর দানা: কুমড়োর দানা ব্যায়ামের ক্ষেত্রে উপযোগী হবে কোনওদিন ভেবেছেন? কুমড়োতে রয়েছে ওমেগা৩ এবং কুমড়োর দানাতে রয়েছে আলফা-লিনোলেনিক অ্যাসিড। তাই ব্যায়ামের পাশাপাশি আপনার স্বাস্থ্যতেও ইতিবাচক প্রভাব ফেলবে এই উপাদান।

ওটস: আপনার শরীরে শক্তি জোগাতে উপযোগী ভিটামিন বি সমৃদ্ধ ওটস। অন্যদিকে পেট পরিষ্কার করতেও সহযোগী ওটস। সুতরাং একে রাখতেই হবে আপনার খাদ্য তালিকায়।

বাদাম: বাদামে রয়েছে ফ্যাট। এছাড়াও ক্যালোরি ও প্রোটিনে সমৃদ্ধ হয় বাদাম। তাই ব্যায়াম শুরু করার আগে বাদাম খেতে পারেন।

কফি: কফি ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও উপযোগী কফি। এছাড়াও কফির মধ্যে ফ্যাট কমানোর প্রাকৃতিক উপাদান রয়েছে, তাই দেরি না করে এখনই ডায়েটে যোগ করুন কফি।

শুকনো ব্লুবেরি: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শুকনো ব্লুবেরি ব্যায়ামের আগে এবং পরে উভয়ই সময়ই খেতে পারেন।