
ন্যাসপাতি: যোগাসন করার আগে ফল খেতে পারেন। এর জন্য কম অম্লতা যুক্ত ন্যাসপাতিকে বেছে নিন।

কিশমিশ: প্রাকৃতিক চিনিতে সমৃদ্ধ হয় কিশমিশ। এটা যোগাসন করার ২০ মিনিট আগে খেতে পারেন।

কলা: পটাশিয়াম সমৃদ্ধ কলা যোগাসন করার আগে খাওয়া যেতে পারে।

বেরি: প্রাকৃতিক ভাবে মিষ্টি বেরি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ। যোগাসন করার আগে এই ফল খেলে আপনার রক্তে বজায় থাকবে শর্করার মাত্রা।

খরমুজা: জল সমৃদ্ধ হল হল খরমুজা। তার সঙ্গে এটি কম অ্যাসিড যুক্ত একটি ফল তাই আপনি যোগাসন শুরু করার আগে এটা খেতে পারেন।

আমন্ড: ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আমন্ড যোগাসন করার আগে খাওয়া যেতে পারে।