
আগের মত সময় দিতে পারছে না, নিত্য দিন কাজের চাপের অযুহাত, তবে বুঝতে হতে তিনি নিজেকে সরিয়ে নিতে চাইছেন।

আগের সম্পর্কগুলো থেকে বেরিয়ে নতুন বন্ধু পাতাচ্ছেন, আর সেখানে আপনাকে পরিচয় করাতে চাইছেন না! জানবেন সমস্যা রয়েছে।

ছোট ছোট দায়িত্বগুলোকে এড়িয়ে যাচ্ছেন! আপনাকে দেওয়া কথা রাখতে নারাজ, তবে সাবধানে থাকুন।

অযথা আপনাকে দোষ দিচ্ছে! আপনার কোনও দোষ না থাকার পরও আপনাকে খারাপ করার চেষ্টা করছে, তবেই বিপদ।

হঠাৎ করে ঘনিষ্ট হওয়া বন্ধ! এখন আর আপনাকে কাছে টেনে নেওয়ার জন্য কিছুটা হলেও সময় যদি তিনি না পান, তবে নিঃসন্দেহে সমস্যা রয়েছে।

আগে যে ছোট বড় খোঁজগুলো রাখতেন, বর্তমানে তা ভুলে যাওয়ার নাম করে এড়িয়ে যদি যান, তবে বুঝবেন সময় হয়েছে সম্পর্ক ভাঙার।