Tantrums: কথায় কথায় করেন অভিযোগ-অনুযোগ? ছিঁচকাঁদুনে হোন এই ৫ রাশির জাতক

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 06, 2022 | 7:02 AM

Love Drama: কিছু ব্যক্তি নাটক পছন্দ করেন। তাই সুযোগ পেলেই ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদতে শুরু করেন। পাঁচটি এমন রাশিও রয়েছে যাঁরা খানিকটা এমন স্বভাবেরই। সুযোগ পেলেই হল, অনর্গল অনুযোগ অভিযোগের বন্যা বইয়ে দেন!

1 / 7
দুনিয়ার সকল মানুষই যে বাস্তববাদী এবং ধৈর্যশীল হবেন এমন ভাবার কোনও কারণ নেই। কিছু ব্যক্তি নাটক পছন্দ করেন। তাই সুযোগ পেলেই ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদতে শুরু করেন।

দুনিয়ার সকল মানুষই যে বাস্তববাদী এবং ধৈর্যশীল হবেন এমন ভাবার কোনও কারণ নেই। কিছু ব্যক্তি নাটক পছন্দ করেন। তাই সুযোগ পেলেই ফ্যাঁচফ্যাঁচ করে কাঁদতে শুরু করেন।

2 / 7
পাঁচটি এমন রাশিও রয়েছে যাঁরা খানিকটা এমন স্বভাবেরই। সুযোগ পেলেই হল, অনর্গল অনুযোগ অভিযোগের বন্যা বইয়ে দেন!

পাঁচটি এমন রাশিও রয়েছে যাঁরা খানিকটা এমন স্বভাবেরই। সুযোগ পেলেই হল, অনর্গল অনুযোগ অভিযোগের বন্যা বইয়ে দেন!

3 / 7
মেষ রাশি:  এই রাশির জাতক বা জাতিকা চান যা কিছু ঘটবে তার নিয়ন্ত্রক হবেন তিনি। ফলে যখনই কোনও কিছু তাদের পরিকল্পনা অনুসারে হয় না বা বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তারা একটা নাটক শুরু করেন। বাচ্চাদের মতোই বারবার একই অভিযোগ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মতো কাজ হচ্ছে! এই রাশির জাতকরা বড্ড একবগ্গা হন আর সকলে এদের সামলাতে পারেন না।

মেষ রাশি: এই রাশির জাতক বা জাতিকা চান যা কিছু ঘটবে তার নিয়ন্ত্রক হবেন তিনি। ফলে যখনই কোনও কিছু তাদের পরিকল্পনা অনুসারে হয় না বা বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই তারা একটা নাটক শুরু করেন। বাচ্চাদের মতোই বারবার একই অভিযোগ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মতো কাজ হচ্ছে! এই রাশির জাতকরা বড্ড একবগ্গা হন আর সকলে এদের সামলাতে পারেন না।

4 / 7
মিথুন: এই রাশির জাতক ও জাতিকারা নিজের ভুল স্বীকার করতে চান না। একইসঙ্গে এদের থাকে দ্বৈত চরিত্র! ফলে এদের পরষ্পরবিরোধী আচরণ অনেক সময়েই প্রহেলিকার মতো ঠেকে। এরা সমবেদনা পেতে চায়। আর তার জন্য তারা কান্নাকাটিও করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকার বড্ড বেশি অন্যের আকর্ষেণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পছন্দ করে। মনোযোগ আকর্ষণের জন্য সবকিছু করতে পারে। একবার কাজ হয়ে গেলে তখন আবার বাকিদের ভুলেও যেতে পারে।

মিথুন: এই রাশির জাতক ও জাতিকারা নিজের ভুল স্বীকার করতে চান না। একইসঙ্গে এদের থাকে দ্বৈত চরিত্র! ফলে এদের পরষ্পরবিরোধী আচরণ অনেক সময়েই প্রহেলিকার মতো ঠেকে। এরা সমবেদনা পেতে চায়। আর তার জন্য তারা কান্নাকাটিও করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকার বড্ড বেশি অন্যের আকর্ষেণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পছন্দ করে। মনোযোগ আকর্ষণের জন্য সবকিছু করতে পারে। একবার কাজ হয়ে গেলে তখন আবার বাকিদের ভুলেও যেতে পারে।

5 / 7
কন্যা: এই রাশির জাতক জাতিকারা প্রত্যেকের সমালোচনা করে। এরাও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পছন্দ করে। তবে বেশি ভালোবাসে বারবার অন্যের দোষ খুঁজে বের করে তার উপর আধিপত্য বিস্তার করতে। এমনকী তার জন্য এরা কেঁদে গাঁ গঞ্জ ভাসিয়েও দিতে পারে।

কন্যা: এই রাশির জাতক জাতিকারা প্রত্যেকের সমালোচনা করে। এরাও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পছন্দ করে। তবে বেশি ভালোবাসে বারবার অন্যের দোষ খুঁজে বের করে তার উপর আধিপত্য বিস্তার করতে। এমনকী তার জন্য এরা কেঁদে গাঁ গঞ্জ ভাসিয়েও দিতে পারে।

6 / 7
তুলা :সমবেদনা আদায়ের জন্য কীভাবে খেলা ঘোরাতে হবে এরা জানে। কোনও কাজ মনের মতো না হলে তুলারাশির জাতকরা বাচ্চাদের মতো চিৎকার চেঁচামেচি শুরু করতে পারে। মাঝেমধ্যে তারা আক্রমণাত্মক হয়ে উঠতেও পারে। এই রাশির জাতক জাতিকার চরম ড্রামাবাজ। তাদের সঙ্গে মতে মিল না হলেই তারা সঙ্গে সঙ্গে নাটক শুরু করতে পারে। তবে এরা অনেকখানি দয়ালু। দয়াপরবশ হয়েও এরা কেঁদে ফেলে বইকি।

তুলা :সমবেদনা আদায়ের জন্য কীভাবে খেলা ঘোরাতে হবে এরা জানে। কোনও কাজ মনের মতো না হলে তুলারাশির জাতকরা বাচ্চাদের মতো চিৎকার চেঁচামেচি শুরু করতে পারে। মাঝেমধ্যে তারা আক্রমণাত্মক হয়ে উঠতেও পারে। এই রাশির জাতক জাতিকার চরম ড্রামাবাজ। তাদের সঙ্গে মতে মিল না হলেই তারা সঙ্গে সঙ্গে নাটক শুরু করতে পারে। তবে এরা অনেকখানি দয়ালু। দয়াপরবশ হয়েও এরা কেঁদে ফেলে বইকি।

7 / 7
মীন: এদের দেখতে শান্তশিষ্ট। এরা দূরত্ব বজায় রাখলেও একা থাকতে ভালোবাসে না। এদের সমস্ত কিছু মনের মতো না হলে এরা তৎক্ষণাৎ কোনও প্রতিক্রিয়া প্রকাশ না করলেও পরে চোখের জল ঝরাতে পারে। মনোযোগ আকর্ষণের জন্য নয়, এদের মানসিক কাঠামোই এমন। ওদের ওভাবেই থাকতে দিলেই হল। তবে এমন কান্নাকাটির সময় ভালো কিছু খাবার দিলে মীনরাশির জাতক জাতিকাদের হঠাৎ মুড বদলাতেও দেখা যেতে পারে!

মীন: এদের দেখতে শান্তশিষ্ট। এরা দূরত্ব বজায় রাখলেও একা থাকতে ভালোবাসে না। এদের সমস্ত কিছু মনের মতো না হলে এরা তৎক্ষণাৎ কোনও প্রতিক্রিয়া প্রকাশ না করলেও পরে চোখের জল ঝরাতে পারে। মনোযোগ আকর্ষণের জন্য নয়, এদের মানসিক কাঠামোই এমন। ওদের ওভাবেই থাকতে দিলেই হল। তবে এমন কান্নাকাটির সময় ভালো কিছু খাবার দিলে মীনরাশির জাতক জাতিকাদের হঠাৎ মুড বদলাতেও দেখা যেতে পারে!

Next Photo Gallery